আস্থার প্রতিদান দিতে চান সাব্বির

Sabbir Rahman-1সাব্বিরকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা টিম ম্যানেজম্যান্টের। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দারুণ খেলা সাব্বির তাই তো ইংলিশদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টেই সুযোগ পেয়ে গেছেন। একাদশে সুযোগ পেলে সাব্বির তার উপর রাখা আস্থার প্রতিদান ব্যাট-বল কিংবা ফিল্ডিং, যেভাবেই হোক দেবেন বলে জানিয়েছেন, ‘আমার ওপর যতটুকু আস্থা রেখেছেন, চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য।’

সাব্বিরকে সুযোগ দেওয়া প্রসঙ্গে হাথুরুসিংহের আগের দিন বলেছিলেন, ‘এখন আমাদের হাতে অনেক অপশন। এক জায়গার জন্য অনেক খেলোয়াড় থাকা ভালো। সাব্বিরকে নিয়ে আমরা গুরুত্ব দিয়ে ভাবছি, কিভাবে তাকে একাদশে সুযোগ দেওয়া যায়।’

সাব্বির প্রস্তুত হচ্ছেন, সুযোগ পেলে তিন বিভাগেই যেন দলকে সর্বোচ্চটুকু দিতে পারেন, ‘আমি চেষ্টা করবো তিন জায়গায় ভালো করার। যেহেতু আমি বোলিংও করতে পারি, ব্যাটসম্যান আছি, ফিল্ডারও আছি। মূল কথা হচ্ছে শতভাগ দেয়ার চেষ্টা করবো।’

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটিতে বল হাতে ভালো করেছেন সাব্বির। ইংলিশদের আউট হওয়া তিনটি উইকেট নিয়েছিলেন সাব্বির। সর্বশেষ টেস্টে দলে থাকা জুবায়ের হোসেন লিখনের অভাবটা হয়তো সাব্বিরকে দিয়েই পূরণ করতে চাইছি টিম ম্যানেজমেন্ট

সাব্বির অবশ্য সব সময়ই বোলিং করতে আগ্রহী। অধিনায়ক যখন ডাকবেন তখনই ভালো কিছু করে দিতে প্রস্তুত সাব্বির, ‘আমি সব সময়ই বোলিং করার ব্যাপারে আগ্রহী। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট যেটাই হোক না কেন। বোলিংয়ে চেষ্টা করে যাচ্ছি, আরও ভালো কিছু করা যায় কিনা। নিয়মিত বোলিং করতে চাই। আমি অবশ্যই আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো। অধিনায়ক যে পরিস্থিতিতেই বোলিংয়ে ডাকবে চেষ্টা করবো শতভাগ দিতে।’

/আরআই/কেআর/