কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন শুরু

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন শুরুআগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে বিপিএল-এর চতুর্থ আসর। আর গতবারই প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেই ধারাবাহিকতায় এবারও তাদের লক্ষ্য শিরোপা জয়।

এই লক্ষ্যে মঙ্গলবার প্রথম দিনের মতো অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন সকাল ৯টায় বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে দুই সেশনে ফিটনেস ও ফিল্ডিং অনুশীলন করে দলের খেলোয়াড়রা। দেশীয় খেলোয়াড়দের নিয়ে শুরু হওয়া ক্যাম্পের প্রথম দিন উপস্থিত ছিলেন ৭ ক্রিকেটার।

ভিক্টোরিয়ান্স দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ অন্য দুই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও নাহিদুল ইসলাম ছুটিতে থাকায় এদিন অনুশীলনে যোগ দেননি।

এছাড়া জাতীয় দলের সঙ্গে থাকায় ইমরুল কায়েস আর ইনজুরির কারণে লিটন দাস ক্যাম্পে উপস্থিত হতে পারেননি।

প্রধান কোচ মিজানুর রহমান বাবুল প্রথম দিনের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘আজ প্রথমদিনের মতো অনুশীলন করেছি। মূলত হালকা অনুশীলন আর পরিচিতি পর্বের মধ্যেই সীমাবদ্ধ থাকে তারা। বুধবার থেকেই থেকে চূড়ান্ত কাজ শুরু করবো।’

প্রসঙ্গত, প্লেয়ার ড্রাফটের মাধ্যমে একটি অন্যতম শক্তিশালী দল গড়তে সক্ষম হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটি গতবারের আইকন খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজাকে এবারও দলভুক্ত করেছে।

/আরআই/এফআইআর/