মূল স্পিনার নন সাকিব!

মূল স্পিনার নন সাকিব! বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর তিনিই কিনা নিজেকে মূল স্পিনার ভাবছেন না! তিনি মনে করেন অন্য স্পিনারদের সাহায্য করাটাই এখনকার মূল দায়িত্ব। অবশ্য গত কয়েক টেস্টের পরিসংখ্যানও তেমনটাই বলছে। শেষ ৫ টেস্টে সাকিব বোলিং করেছেন মোট ১১৮.৩ ওভার। অন্যদিকে তাইজুল করেছেন ১৫৭.৪ ওভার। মূলত এই কারণেই নিজেকে মূল স্পিনার হিসেবে দেখছেন না সাকিব।

সাকিবকে বাদ দিয়ে চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন তাইজুল ইসলাম। বৃহস্পতিবার ইংলিশ ব্যাটসম্যানদের বিপক্ষে সেই তাইজুলকেই মূল ভূমিকাতে দেখা যাবে। সাকিবের কথাতে এটাই স্পট। আর স্পিনার হিসেবে এই দায়িত্ব পালন করতে গিয়ে বাড়তি চাপ তৈরি হবে কিনা জানতে চাইলে সাকিব বলেছেন, ‘না। চাপের কী আছে। এখনতো আমি অতো বেশি বোলিংও করি না আগের মতো। যখন অনেক বেশি বোলিং করতাম তখন আমার দায়িত্বটা ছিল একরকম, এখন দায়িত্বটা আরেক রকম। আমি যে এখন মূল স্পিনার হিসেবে খেলছি তাও নয়।’

মূলত তাইজুল-মাহমুদউল্লাহ-সাব্বির-মিরাজ-শুভাগত যারাই খেলুক না কেনও তাদের সহযোগিতা করাই হবে সাকিবের মূল কাজ, ‘আগে একমাত্র স্পিনার হিসেবে খেললেও এখন আমার দায়িত্ব এটা নয়। যারা মূল স্পিনার হিসেবে খেলবে, আমি তাদের সহযোগিতা করবো।’ তবে অনেকদিন ধরে লংগার ভার্সন ক্রিকেট না খেললেও সাকিব মনে করেন মাইন্ডসেট করাটা খুবই গুরুত্বপূর্ণ।

/আরআই/এফআইআর/