হুইলচেয়ার ক্রিকেটের শিরোপা জিতলো খুলনা

হুইলচেয়ার ক্রিকেটের শিরোপা জিতলো খুলনা পুরনাভা প্রথম জাতীয় হুইল চেয়ার ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে খুলনা সাইক্লোন।   ফাইনালে চিটাগং রাইডার্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে খুলনা সাইক্লোন। আজ মঙ্গলবার শহীদ ক্যাপ্টেন মনসুর আলি হ্যান্ডবল স্টেডিয়ামে দিনব্যাপী এই টুর্নামেন্টে রাজশাহী ওয়ারিয়র্স, খুলনা সাইক্লোন, চিটাগং রাইডার্স ও ঢাকা জায়ান্টসের হয়ে খেলেন হুইলচেয়ার ক্রিকেটাররা।

ফাইনালে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। নির্ধারিত ৫ ওভারে ২ উইকেটে ৬৮ রান তুলে চিটাগং রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন আবু বকর। জবাবে ১ ওভার আর ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় খুলনা সাইক্লোন। সর্বোচ্চ ২৮ করেন ইমাদুল আর ১৬ রান আসে হামিদুলের ব্যাট থেকে। ২ জনই অপরাজিত ছিলেন।

রাউন্ড রবিন লিগের এই টুর্নামেন্টে ১০৭ রানের সঙ্গে ৪ উইকেট নিয়ে আসরের সেরা ক্রিকেটার হন রাজশাহী ওয়ারিয়র্সের জামাল।

হুইলচেয়ার ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক দেশের শীর্ষ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা'র ব্র্যান্ড 'পুরনাভা'।

শারীরিক প্রতিবন্ধী এসব ক্রিকেটারদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্নধার নাফিসা কামাল। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেনেটার ব্র্যান্ড পুরনাভার বিপণন বিভাগের প্রধান এইচএসএম কামরুল আলম।

/আরএম/