ইংলিশদের সর্বাধিক টেস্ট খেলুড়ে কুক

ইংলিশদের সর্বাধিক টেস্ট খেলুড়ে কুক অবশেষে রেকর্ডটা করেই ফেললেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট খেলতে ইতোমধ্যেই চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক। এর আগে সাবেক ইংলিশ উইকেটরক্ষক অ্যালেক স্টুয়ার্টের সঙ্গে ১৩৩ টেস্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন কুক। এবার সেই স্টুয়ার্টকেও ছাড়িয়ে গেলেন তিনি।

অবশ্য এই টেস্টে টস জিতে ব্যাটিং নিতে সুযোগের সন্ধানে ছিলেন ইংলিশ অধিনায়ক। কারণ ২০১০ সালের সফরে অধিনায়ক থাকা কুক চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন ১৭৩ রানের ইনিংস। কুক এবারও আশায় ছিলেন একই উইকেটে সেরকম কিছু করার। তাই সকালে শুষ্ক, ফ্ল্যাট উইকেট দেখে নিজের লোভ আর সামলাতে পারেননি। সেবারের মতো মনে হওয়ায় টস জিতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নেন তিনি।

টস জিতে কুক সেটারও ব্যাখ্যা দিয়েছিলেন- টার্ন পাবেন দেখেই এই উইকেটের প্রথম সুযোগটি নিজেরাই লুফে নিতে চায় তার দল।  এছাড়া ব্যাটিংয়ে নতুন সঙ্গী হিসেবে পেলেন বেন ডাকেটকে। 

ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, বন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড।

/এফআইআর/