প্রত্যাশার চাপ মানিয়ে নিতে চান মুশফিক

প্রত্যাশার চাপ মানিয়ে নিতে চান মুশফিকওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যেমন পারফরম্যান্স, টেস্টে ঠিক তেমন নয়। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে কেউই প্রত্যাশা করেনি বাংলাদেশ জিতবে। কিন্তু চট্টগ্রাম টেস্টে ভালো পারফরম্যান্সের পর সবার চিন্তা বদলে গেছে। আর তাইতো ঢাকা টেস্ট নিয়ে ভক্তদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।

আর এই প্রত্যাশার চাপটুকুই মানিয়ে নিতে চান বাংলাদেশের অধিনায়ক মুশফিক, ‘প্রত্যাশার কথা যদি বলেন, আগের থেকে বাংলাদেশ দলে পারফরমারের সংখ্যা বেশি। আমরা সবসময় চেয়েছি, সব ফরম্যাটে ভালো ফল করতে। প্রথম টেস্টে আমরা ভালো খেলেছি কিন্তু কখনওই সেটা অপ্রত্যাশিত ছিল না। এটা বলতে পারেন যে পাঁচদিন প্রভাব বিস্তার করে খেলাটা অপ্রত্যাশিত। কিন্তু আমরা যে লড়ই করব, এটা অপ্রত্যাশিত ছিল না। বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল। বিশ্বাস ছাড়া কেউ কিছু অর্জন করতে পারে না। প্রত্যাশা সবসময়ই থাকে। আমরাও চেষ্টা করছি প্রত্যাশার চাপ মানিয়ে নিয়ে ভালো পারফরম্যান্সের দিকে মনোযোগী হতে।’

টেস্টে ভালো করার রসদ হিসেবে মুশফিক মনে করেন দলে অনেক বেশি পারফরমার রয়েছে। আগে যা ছিল না, এখন তার চেয়ে অনেক বেশি পারফরমার রয়েছে, ‘আমাদের দলে সবচেয়ে বড় পরিবর্তন আগের চেয়ে এখন অনেক বেশি পারফরমার। আগে ২-১ দুজন থাকলে, এখন সেটা পাঁচ ছয় জনে। একটা দলের জন্য এটা ইতিবাচক ব্যাপার। এটার জন্য হয়ত আমরা ধারাবাহিকভাবে ভালো খেলছি। আশা করব, এই পারফরমাররা যেন এই টেস্টেও ভালো করে এবং তার সঙ্গে যেন দল হিসেবেও ভালো করতে পারি।’

/আরআই/এফআইআর/