তবুও নিউজিল্যান্ডের সমীহ পাচ্ছে অস্ট্রেলিয়া

Australia-vs-New-Zealand-1st-Test-Prediction-Who-will-winদক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ এ টেস্ট সিরিজ হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সীমিত ওভারের চ্যাপেল-হ্যাডলি ট্রফি খেলবে অস্ট্রেলিয়া। সদ্য পাকিস্তানকে ২-০ তে হোয়াইটওয়াশ করা কিউইরা বেশ প্রাণবন্ত হয়ে আগামী রবিবার সিডনিতে মুখোমুখি হবে স্বাগতিকদের। সর্বশেষ সিরিজে অজিরা হারলেও তাদের খাটো করছে না নিউজিল্যান্ড। কোচ মাইক হেসন সতর্ক থাকছেন, ‘আমি মনে করি তাদের ওয়ানডে দল টেস্ট দলের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-০ তে হোয়াইটওয়াশের সিরিজ বাদ দিলে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল অনেক ধারাবাহিক।’

৩-০ তে হোয়াইটওয়াশ করতে পারলে অজিদের কাছ থেকে শীর্ষ র‌্যাঙ্কিং ছিনিয়ে নিতে পারবে নিউজিল্যান্ড। কিন্তু ওসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না হেসন। চ্যাপেল-হ্যাডলি ট্রফিটা ধরে রাখাই তার লক্ষ্য, ‘আমরা গত কয়েকটি চ্যাপেল-হ্যাডলি ট্রফি জিতেছিলাম, এটা আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া আমাদের বড় ভাইয়ের মতো এবং তাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জেতা অনেক কিছু। যদি এমন ফলাফল আমাদের র‌্যাঙ্কিংয়ে এগিয়ে দেয় তাহলে মন্দ হবে না।’

/এফএইচএম/