বাম উরুতে চোট পেয়েছেন ইমরুল

বাম উরুতে চোট পেয়েছেন ইমরুল এটিই টেস্ট ক্রিকেট। এর যেকোনও একটি সেশনে টেস্টের ভাগ্য যে কোনও দিকে ঘুরে যেতে পারে। যেমন রবিবার ইমরুল কায়সের চোট আর বাংলাদেশ দলের একাধিক উইকেট পতনে ওয়েলিংটন টেস্টের মোড় হঠাৎ স্বাগতিক নিউজিল্যান্ডের দিকে ঘুরে গেছে! যদিও এটি বাংলাদেশ দলের পক্ষেও বলা হয়েছে।

ইমরুলের চোট প্রসঙ্গে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম খেলা শেষের সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ম্যাচে রান নিতে গিয়ে ইমরুল কায়েস তার বাম উরুতে চোট পেয়েছেন। চোটটি উরুর সংযোগের কাছে। তাকে ওয়েলিংটন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্যে নেওয়া হয়েছে।  সেখানকার এক্সরেতে গুরুতর সমস্যা পাওয়া যায়নি।  তবে তার চোটের প্রকৃত অবস্থা জানতে আলট্রাসনোগ্রামসহ আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।  এমআরআই রিপোর্টের পর তার প্রকৃত অবস্থা জানা যাবে।  আর মুশফিক আগামীকাল ম্যাচে ফিরে আসবেন এবং ব্যাট করবেন।’

কিন্তু ইমরুলের ইনজুরির পর সোমবার দলের পক্ষে কে কিপিং করবেন সে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এর আগে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, ‘ইনজুরির চোট যে পর্যায়ের তাতে করে তিনি এখন ফিরে আসলে ব্যাট হয়তো করতে পারবেন। কিন্তু কিপিং নয়।’

উল্লেখ্য, এর আগে ওয়ানডেতে মুশফিক ইনজুরিতে পড়লে নুরুল হাসান সোহানকে দিয়ে কিপিং করানো হয়েছে। কিন্তু সোহান দলের সঙ্গে থাকলেও এই টেস্ট স্কোয়াডে নেই।

/এফআইআর/