ইডেনের মাঠে গাঙ্গুলীর নামে বসবে স্ট্যান্ড

সৌরভ গাঙ্গুলীসৌরভ গাঙ্গুলীকে সম্মান জানাতেই এবার ঐতিহাসিক ইডেন গার্ডেনসের স্ট্যান্ডে বসতে যাচ্ছে তার নাম।

ভারতের ইতিহাসে সফল অধিনায়কদেরই একজন সৌরভ গাঙ্গুলী। সাবেক এই ক্রিকেটার বর্তমানে দায়িত্ব পালন করছেন পশ্চিম বঙ্গের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা হিসেবে। সেই গাঙ্গুলীকে সম্মান জানাতেই এবার ঐতিহাসিক ইডেন গার্ডেনসের স্ট্যান্ডে বসতে যাচ্ছে তার নাম।

ইতোমধ্যেই নেওয়া এই সিদ্ধান্তে ৬টি স্ট্যান্ডে স্থান পাচ্ছেন এখানকার ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রয়েছে প্রয়াত সাবেক বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার নামও।

গাঙ্গুলীর নামে স্ট্যান্ড হওয়ার বিষয়টি আগেই নির্ধারিত হয়েছিল। তবে আনুষ্ঠানিক অনুমতির প্রয়োজন ছিল।

ভারতের হয়ে ১৯৯২ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন গাঙ্গুলী। এই সময়ে তিনি ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার রান ছিল ৭ হাজার ২১২। আর ওয়ানডেতে তার রান ছিল ১১ হাজার ৩৬৩।-এনডিটিভি।

/এফআইআর/