ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ

258963.3ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফলোঅন এড়াতে ব্যাট করছে বাংলাদেশ। সকালে খেলতে নেমেই প্রথম সেশনে ‍৩ উইকেট হারিয়ে বসেছে সফরকারীরা। হাফসেঞ্চুরিয়ান মিরাজের পর ফিরে গেছেন তাইজুল। এরপর ফিরেছেন তাসকিন। যদিও একপ্রান্তে আগলে এখনও প্রতিরোধ দিয়ে খেলছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করেছেন মুশফিক।

হায়দরাবাদে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনেই উইকেট হারায় বাংলাদেশ। ভুবনেশ্বর কুমারের ওভারের চতুর্থ বলেই একেবারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৫১ রানে ব্যাট করতে থাকা মেহেদী হাসান। কুমারের লেট ইনসুইংয়ে পায়ের কাজটা ঠিকমতো করতে পারেননি। ফলে ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল আঘাত হানে স্টাম্পে।

এরফলে ভেঙে যায় সপ্তম উইকেটে গড়া গুরুত্বপূর্ণ দ্বিতীয় সর্বোচ্চ ৮৭ রানের জুটি। অবশ্য পঞ্চম বলেই লেগ বিফোরের আবেদন করে বসে ভারত। রিভিউ নেয় তাতে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত আম্পায়ারের নট আউট সিদ্ধান্তই টিকে থাকে।

এরপর ফেরেন তাইজুলও। উমেশ যাদবের শর্ট বলে বসে পড়েছিলেন। কিন্তু বলটি গ্লাভসে লেগে জমা পড়ে উইকেটকিপারের হাতে। এর আগে ১০ রানে ব্যাট করছিলেন তিনি। এই জুটিতে আসে ১৭ রান। এরপরই তাসকিনের সঙ্গে গুরুত্বপূর্ণ ৩৯ রানের জুটি গড়েন মুশফিক। মুশফিক সেঞ্চুরি তুললেও বেশিক্ষণ তাকে আর সঙ্গ দিতে পারেননি তাসকিন। ৮ রানে ব্যাট করতে থাকা এই পেসারকে রাহানের তালুবন্দী করেন জাদেজা। বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৮৪ রান। মুশফিক ক্রিজে আছেন ১২৩ রানে। বাংলাদেশ এখনও পিছিয়ে ৩০৩ রানে। ফলে ফলোঅনের শঙ্কায় রয়েছে সফরকারীরা।

 

/এফআইআর/