পিএসএলে ম্যাচ ফিক্সিংয়ের তদন্তে আইসিসির ‘না’

অভিযুক্ত সারজীল ও খালিদপাকিস্তান সুপার লিগে (পিএসএল) ম্যাচ পাতানোর খবর মিলেছে শুক্রবার। তবে এনিয়ে তদন্তের অংশীদার হতে চায় না বলে রবিবার জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

চলমান তদন্তের অংশ হিসেবে দুর্নীতিবিরোধী আইন অনুযায়ী সারজীল খান ও খালিদ লতিফকে সাময়িক বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে তারা জানায়, আইসিসির সমর্থনে তারা টুর্নামেন্টের ম্যাচ পাতানোর তদন্তে নামবে।

কিন্তু আইসিসির এক কর্মকর্তা জানালেন, খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত পিসিবির আভ্যন্তরীণ ব্যাপার। তবে বোর্ড চাইলে তারা সহায়তা দিতে পারে। ডন নিউজকে ওই কর্মকর্তা ব্যাখ্যা দেন যে অভিযোগুলো পিএসএল সম্পর্কিত, ‘অনুরোধ না করা পর্যন্ত সদস্য দেশের ঘরোয়া কোনও ব্যাপার বা ইভেন্টে সংশ্লিষ্ট থেকে বিচার করার অধিকার নেই আইসিসির।’ একটু কি আশার কথা শুনতে পেল পিসিবি! সূত্র- ডন

/এফএইচএম/