অসিদের বিপক্ষে জিতলেই ৮ কোটি টাকা পাবে ভারত

indian-cricket-team-pti_806x605_51486992268টেস্টে বর্তমানে উত্তুঙ্গ নৈপুণ্য দেখিয়ে চলেছে ভারত। যাদের নাগালে পাচ্ছে না কেউই। এমনকি বাংলাদেশও পারেনি একমাত্র টেস্টে। সেই ভারতই এবার টেস্টে ক্রিকেটে নৈপুণ্যের জন্য পেতে যাচ্ছে ৮ কোটি টাকারও বেশি! অবশ্য এমনি এমনি নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয় পেলেই আইসিসি এই অর্থ প্রাইজমানি হিসেবে দেবে।

প্রশ্ন থাকতেই পারে এত বড় অঙ্কের টাকা কেনও দেওয়া হবে ভারতকে? উত্তরটা হলো প্রথম টেস্ট জিতলেই টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটা পাকাপোক্ত করবে ভারত। অবশ্য বর্তমানে র‌্যাংকিংয়ের শীর্ষেই রয়েছে তারা। কিন্তু এই টেস্ট জিতলে ‍নির্ধারিত সময়ে শীর্ষ স্থান অক্ষুণ্ন থাকবে ভারতের। আর তাতেই পুরস্কার হিসেবে এই অর্থ পাবে বিরাট কোহলির দল। এই শীর্ষে থাকার ‘কাট অফ ডেট’ হচ্ছে ১ এপ্রিল।

এর আগে এই অর্থ পুরস্কার এর অর্ধেক করে রেখেছিল আইসিসি। শীর্ষে থাকা দলকে বর্তমানের চেয়ে অর্ধেক টাকাই দেওয়া হতো।

এত বড় অঙ্কের টাকা শুধু ভারতই নয় অস্ট্রেলিয়ার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও সেক্ষেত্রে কঠিন পথই পাড়ি দিতে হবে অস্ট্রেলিয়াকে। যেখানে ভারতের প্রয়োজন একটি টেস্ট সেখানে অস্ট্রেলিয়ার ৪ ম্যাচের টেস্ট সিরিজ জিততে হবে ৩-০ ব্যবধানে, সঙ্গে একটি ড্র! সর্বশেষ ১৯ টেস্টে অপরাজেয় থাকা ভারতের বিপক্ষে এমন সাফল্য প্রায় অসম্ভবই বটে!প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।

/এফআইআর/