রবিবার রাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শহীদ

shahidহাঁটুতে অস্ত্রোপচার করাতে রবিবার রাত ৯টার ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন মোহাম্মদ শহীদ। যদিও এখনও নিশ্চিত নয় তার অস্ত্রোপচার লাগবে কিনা। শল্য-চিকিৎসক ডেবিট ইয়াং দেখার পরই শহীদের অস্ত্রোপচারের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

ডেবিট ইয়াং মূলত বিসিবি পুরনো চিকিৎসক। এর আগে মাশরাফির হাঁটুর একাধিকবার অস্ত্রোপচার করেছেন অস্ট্রেলিয়ার এই শল্যবিদ। সর্বশেষ ২০১৫ সালের জুনে হাঁটুর চোট নিয়ে ইয়াংয়ের ছুরি-কাচির নিচে যান শাহাদাত হোসেন।

একই ধরনের ইনজুরি নিয়ে এবার ইয়াংয়ের কাছে যাচ্ছেন শহীদও। সব কিছু ঠিক থাকলে রবিবার অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চাপবেন জাতীয় দলের এই পেসার। পরবর্তীতে ইয়াংয়ের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলবে।

এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরীর ‘বাংলা ট্রিবিউন’কে বলেছেন, ‘আমাদের ধারণা হচ্ছে ওর অস্ত্রোপচার লাগতে পারে। কিন্তু শেষ সিদ্ধান্ত যিনি অস্ত্রোপচার করবেন, তিনিই দেবেন। অস্ট্রেলিয়ায় মেলবোর্নে যে আমাদের পুরনো বন্ধু ডাক্তার ডেভিড ইয়াং, তার কাছে কাল (রবিবার) রাতে যাচ্ছে শহীদ।’

হাঁটুর অস্ত্রোপচার হলে শহীদকে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে। অস্ত্রোপচার দরকার না পড়লেও ফিট হতে শহীদের এক থেকে দেড় মাস লেগে যাবে বলে জানান বিসিবির এই চিকিৎসক।

এদিকে দেশ ছাড়ার আগে শহীদ ‘বাংলা ট্রিবিউন’-এর মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, ‘একটু নার্ভাস লাগলে এখন পর্যন্ত ঠিক আছি। রাজীব ভাইয়ের (শাহাদত হোসেন) সঙ্গে কথা হয়েছে, তিনি আমাকে অভয় দিয়েছেন। সবার দোয়ায় আশা করি ঠিকমতোই ফিরতে পারব। সবার কাছে দোয়া চাই।’

প্রসঙ্গত, বিপিএলে দুর্দান্ত বোলিং করে নিউজিল্যান্ড সিরিজের সীমিত ওভার ফরম্যাটে জায়গা পাওয়ার দৌড়ে শহীদ এগিয়ে যাচ্ছিলেন বেশ জোরেশোরেই। ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা এই পেসার ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট দখলের লড়াইয়ে ছিলেন। যদিও ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান এই ক্রিকেটার। এমআরআই করানোর পর দেখা যায়, তার এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছে। এরপরই নিউজিল্যান্ডগামী দল থেকে ছিটকে যান শহীদ।

/আরআই/কেআর/