এখনই জাতীয় দলের দায়িত্ব পাচ্ছেন না যোশি

joshiশ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সাকিবদের দায়িত্ব দেওয়া হচ্ছে না তাকে। বাংলাদেশ ‘এ’ দল, একাডেমী দল অথবা হাইপারফরম্যান্স ইউনিটের দায়িত্ব দেওয়া হতে পারে সুনীল যোশিকে।

রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই স্পিন কোচ খুঁজছিল বিসিবি। ভালো মানের কাউকে না পাওয়াতে বোর্ড সাহায্য চেয়েছিল অনিল কুম্বলের। তার মধ্যস্থতায় হায়দরাবাদে যোশির সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবির পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খানের।

গত ১২ ফেব্রুয়ারি আকরাম খান হায়দরাবাদে জানিয়েছিলেন আসন্ন শ্রীলঙ্কা সফরেই বাংলাদেশের স্পিনারদের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান সুনীল যোশির সঙ্গে কোনও চুক্তি হয়নি বলে জানালেন।

ধারণা করা হচ্ছে যোশি দীর্ঘ সময়ের জন্য চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি চেয়েছিল আপাতত শ্রীলঙ্কা সিরিজের জন্য। সবমিলিয়ে তাই সমস্যা তৈরি হওয়াতে আপাতত জাতীয় দলের দায়িত্ব নেওয়া হচ্ছে না ভারতের সাবেক এই স্পিনারের। তবে যোশির সঙ্গে কি নিয়ে ঝামেলা, সেটা স্পষ্ট করে না বললেও আকরাম খানের বক্তব্যে স্পষ্ট চুক্তির মেয়াদ নিয়েই ঝামেলা হয়েছে। এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা যখন ভারত ছিলাম তখন ওর সঙ্গে আমাদের কথা হয়েছে। সে বলেছিল শ্রীলঙ্কা সফরের আগে হয়তো আসতে পারবে। তবে তার চুক্তিতে একটু ঝামেলা হওয়াতে সে একটু সময় পিছিয়েছে।’ সঙ্গে যোগ করলেন, ‘এ জন্য আমরা ওকে শ্রীলঙ্কা সফরে রাখব না। আমরা নিজেরা আলাপ আলোচনা করে ওকে কোথায় রাখব, সেটা ঠিক করব। একাডেমি, হাইপারফরম্যান্স নাকি বাংলাদেশ দলে নিয়োগ দিব, সেটা ঠিক করব।’

/আরআই/কেআর/