এবার তুষার ইমরানের ডাবল সেঞ্চুরি

তুষার ইমরানদ্বিতীয় দিন শেষে ৫০১ রানে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। এই রান পাহাড় গড়ার পথে ডাবল সেঞ্চুরি করেছেন তুষার ইমরান। রবিবার বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তুষার। ১২৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা এই ব্যাটসম্যান সোমবার ২২০ রানে গিয়ে থেমেছেন।

৭ উইকেট হারিয়ে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। সোমবার আরও ২০৯ রান যোগ হতেই সব উইকেট হারায় দক্ষিণাঞ্চল। তুষার ছাড়া দলের হয়ে শাহরিয়ার নাফীস ৭৪ এবং মোসাদ্দেক হোসেন ৫৭ রানের ইনিংস খেলেছেন।

বিসিবি উত্তরাঞ্চলের বোলারদের মধ্যে সোহরাওয়ার্দী শুভ সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া নাসির হোসেন, সানজামুল ইসলাম প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

৫০১ রানের জবাবে খেলতে নেমে বিসিব উত্তরাঞ্চল ওপেনিং জুটিতে কিছুটা প্রতিরোধ গড়তে সক্ষম হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় দিন শেষে ১০৭ রান তুলতেই হারায় চারটি উইকেট। দলের হয়ে ওপেনার ফরহাদ হোসেন সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় দিন শেষে এখনও ৩৯৪ রানে পিছিয়ে উত্তরাঞ্চল।

চারটি উইকেটের মধ্যে নাহিদুল ইসলাম একাই নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া আবদুর রাজ্জাক নিয়েছেন একটি উইকেট।

/আরআই/কেআর/