দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চলের ম্যাচ ড্র

দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচের একটি দৃশ্যবাংলাদেশ ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচটি ড্র হয়েছে। তৃতীয় দিন শেষেই আসলে তৈরি হয়ে গিয়েছিল ড্রয়ের পথ।

আগে ব্যাটিং করা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ইমরুল কায়েসের সেঞ্চুরিতে ২৯৬ রান সংগ্রহ করে। ইমরুল ১৩৬ রানের ইনিংস খেলে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন এই ম্যাচে। ইমরুল ছাড়াও এনামুল হক বিজয় ৫৮ রানের ইনিংস খেলেছেন।

পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকলাইন সজীব ৩টি করে উইকেট নিয়েছেন।

২৯৬ রানের জবাবে পূর্বাঞ্চল তাদের প্রথম ইনিংস শেষ করে ৫২৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে। রানের পাহাড় গড়ায় পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অনূর্ধ্ব ১৯ দলের ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন। তিনি ১৩৭ রানের ইনিংস খেলেছেন। এছাড়া তাসামুল হক ৯৮, অলক কাপালি ৬৬, রাহাতুল ফেরদৌস ৬০* এবং সাইফউদ্দিন ৫০* রানের ইনিংস খেলেছেন।

দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে আব্দুর রাজ্জাক ও নাজমুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।

২২৭ রানে পিছিয়ে থেকে দক্ষিণাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে। শেষ দিনে ব্যাটিং করে তারা ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করে করেছেন শাহরিয়ার নাফীস ও ফজলে মাহমুদ। এছাড়া এনামুল হক ৩৫ ও তুষার ইমরান ৩১ রান করেছেন।

পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে নাঈম ইসলাম সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।

/আরআই/কেআর/