ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক মুমিনুল

মুমিনুল হক সৌরভইমার্জিং এশিয়া কাপে খেলতে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবারই সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করা হয়। আর ঘোষিত এই দলে অধিনায়ক করা হয়েছে টেস্ট দলে নিয়মিত মুমিনুল হককে। একই সঙ্গে নাসির হোসেনকেও এই দলের সহ অধিনায়ক হিসেবে রাখা হয়েছে।

তরুণদেরই প্রাধান্য দেওয়া হয়েছে পুরো স্কোয়াডে। বয়স ভিত্তিক দলে খেলা তারকারাই খেলবেন এই টুর্নামেন্টে। দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। আর কোচের ভূমিকায় থাকবেন মিজানুর রহমান।

সূচি অনুযায়ী আগামী ২৫ মার্চ বাংলাদেশে পা রাখবে অতিথি দলগুলো। চারটি ভেন্যুতে ম্যাচ শুরু হবে ২৭ মার্চ থেকে। ৩ এপ্রিলের ফাইনাল ম্যাচটি হবে দিবারাত্রির, টেলিভিশনেও সরাসরি সম্প্রচারিত হবে। সেমিফাইনালসহ গ্রুপ ম্যাচগুলো হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। চার সহযোগী দেশ নেপাল, আফগানিস্তান, হংকং ও মালয়েশিয়ার সঙ্গে এ প্রতিযোগিতায় খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল।

‘এ’ গ্রুপের দল ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া পা রাখবে চট্টগ্রামে। আর বাংলাদেশ, হংকং, পাকিস্তান ও নেপালকে নিয়ে তৈরি ‘বি’ দল গ্রুপ পর্ব খেলবে কক্সবাজারে।

২৭ মার্চ ভারত-শ্রীলঙ্কা, আফগানিস্তান-মালয়েশিয়া, বাংলাদেশ-হংকং, পাকিস্তান-নেপাল উদ্বোধনী দিনে মুখোমুখি হবে। পরদিন ২৮ মার্চ শ্রীলঙ্কা-আফগানিস্তান, ভারত-মালয়েশিয়া, পাকিস্তান-হংকং, বাংলাদেশ-নেপাল একে অপরকে মোকাবিলা করবে।

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), নাসির হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস জাভেদ, আফিফ হোসেন ধ্রুব, সালমান হোসেন, নাসুম আহমেদ।

স্ট্যান্ড বাই: জাকির হাসান, শফিউল ইসলাম, তানবির হায়দার, ইয়াসিন আরাফাত।

/এফআইআর/