কোহলি ক্রীড়াবিশ্বের ডোনাল্ড ট্রাম্প!

কোহলি ট্রাম্পভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে খেলার মধ্যে দুই অধিনায়ক ও খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা তো চলছেই। এমনকি ড্রেসিং রুমের ঘটনা নিয়েও চলছে কাদা ছোড়াছুড়ি। এবার সেই তিক্ততাকে আরও উসকে দিল অস্ট্রেলিয়ান সংবাদপত্র দ্য ডেইলি টেলিগ্রাফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় অধিনায়ককে তুলনা করেছে তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও যুদ্ধ চলছে ভারতের। যার কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি। রানখরায় ভুগছেন বলে সাবেকদের কাছে সমালোচিত হচ্ছেন তিনি। এছাড়া মাঠের বাইরের কাণ্ডকারখানায় সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ক্ষোভের মুখে পড়েছেন।  এড়াতে পারেননি অস্ট্রেলিয়ান মিডিয়াকেও। সংবাদপত্রটির মতে, ট্রাম্পের মতো কোহলিও স্বেচ্ছাচারী আচরণ করেন।

এক আর্টিকেলে তারা কোহলির সমালোচনা করেছে এভাবে, ‘ক্রীড়াবিশ্বের ডোনাল্ড ট্রাম্প এখন কোহলি। ঠিক প্রেসিডেন্ট ট্রাম্পের মতো মিডিয়াকে সবসময় দোষারোপ করে সে, এভাবে ও কলঙ্ক মোছার চেষ্টা করে।’

অস্ট্রেলিয়ান দলের কয়েকজন ভারতের ফিজিও প্যাট্রিক ফারহার্টকে অসম্মান করেছে বলে অভিযোগ করেছিলেন স্বাগতিক অধিনায়ক।  তাই তার বিরুদ্ধে ‘ভুয়া সংবাদ’ ছড়ানোর অভিযোগ তুলে সংবাদপত্রটি আরও লিখেছে, ‘কোহলি এখন এমন যে সে কোনও আইন মানে না, নিজের মতো করে চলে।’ ভারতীয় অধিনায়কের ওই অভিযোগকে দুর্বল প্রমাণ করতে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, এ ধরনের অভিযোগ মিথ্যা। তারা কখনোই ফারহার্টকে অসম্মান করেননি, কারণ তিনিও একজন অস্ট্রেলিয়ান।

কোহলির সঙ্গে অস্ট্রেলিয়ান মিডিয়ার এ যুদ্ধ শুধু ‘মাইন্ড গেম’ নয়। বিভিন্ন সময় বিতর্কিত প্রশ্ন করায় অস্ট্রেলিয়ান সাংবাদিককে হেনস্তা হতে হয়েছে তার কাছে। এ কারণে ভারতের অধিনায়কের জন্য আলাদাভাবে ক্ষোভ জমা হয়েছে অস্ট্রেলিয়ান সাংবাদিকদের মনে।  আর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এ আর্টিকেল। সূত্র- এনডিটিভি, নিউজ১৮

/এফএইচএম/