মুশফিকের লক্ষ্য সিরিজ জয়

mushfiqবাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে ৫০ ওভারের ক্রিকেটে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই তো এই সংস্করণেই মাশরাফিদের সাফল্য অন্য ফরম্যাটের চেয়ে বেশি।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৩৮টি ম্যাচ খেলেছে। যার মধ্যে জয় মাত্র চার ম্যাচে। বাকি ৩৩ ম্যাচে হারতে হয়েছে লাল-সবুজদের। একটিমাত্র ম্যাচ হয়েছিল পরিত্যক্ত।

পরিসংখ্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটের পারফরম্যান্স আশা জাগাচ্ছে বাংলাদেশকে। টেস্ট অধিনায়ক মুশফিকও আশাবাদী ওয়ানডে সিরিজে বাংলাদেশের জেতার ব্যাপারে।

তার বিশ্বাস শততম টেস্টের ফলাফল খেলোয়াড়দের ওয়ানডে সিরিজে আরও ভালো খেলতে সাহায্য করবে। মুশফিক বলেছেন, ‘শততম টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। গত কয়েকটি সিরিজে আমরা প্রত্যাশিত ফল পাইনি। এ জন্যই এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমাদের লক্ষ্য পরের সিরিজটা, বিশেষকরে ওয়ানডে সিরিজটি জেতা। আশা করি কয়েকদিনের বিশ্রামে সবাই প্রস্তুত হয়ে উঠবে।’

/আরআই/কেআর/