‘১০ হাজার রান আমার কাছে খুব স্পেশাল’

tamim-3বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেট মিলে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তামিম ইকবাল। শনিবার ডাম্বুলায় প্রথম ম্যাচে ৯,৯৯৯ রান নিয়ে শুরু করা তামিম ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে ২ রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান।

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান তামিম হলেও বিশ্বের ৫১তম ব্যাটসম্যান তিনি, যাদের তিন ফরম্যাট মিলিয়ে রান সংখ্যা ১০ হাজার।

২০০৭ সালে সীমিত ওভারের ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয় তামিমের। এরপর থেকে তার ব্যাট কখনোই থামেনি। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে দীর্ঘ পথ পরিক্রমায় আজকের এই অবস্থান তৈরি করেছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

বাংলাদেশের হয়ে ১০ হাজার রান করতে পেরে গর্বিত তামিম। এই রান তার কাছে বিশেষকিছু, ‘১০ হাজার রান আমার কাছে খুব স্পেশাল। যত রান করতে পারি, সেই চেষ্টাই থাকবে। এই ১০ হাজার রানের জন্য আমি গর্বিত এবং খুশি।’

শনিবার তামিম-সাকিব মিলে প্রথমবারের মতো শতরানের জুটি গড়েন। খবরটা সংবাদ মাধ্যমের কাছ থেকে শুনে কিছুটা বিস্মিত তামিম, ‘সাকিবের সঙ্গে শতরানের পার্টনারশিপ হয়ে থাকলে আমি অনেক খুশি। কারণ এই জুটিটার প্রয়োজন ছিল এবং আজকেই (শনিবার) সেটা হয়েছে। আমি অথবা সাকিব যদি শুরুতেই আউট হয়ে যেতাম, তাহলে হয়তো ৩২৪ রান হতো না।’

/আরআই/কেআর/