অবসরে শন টেইট

শন টেইট১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন শন টেইট। ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার ৩৪ বছর বয়সী ফাস্ট বোলার।

২০১৬-১৭ মৌসুমের বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্ট হারিকেনসের সঙ্গে ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ। গত বছরের শুরুতে সিডনিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জার্সি শেষবার গায়ে দেন টেইট। ৫ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি ওই ম্যাচ দিয়ে।

তিন টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা টেইট বলেছেন, ‘জানতাম তরুণদের সঙ্গে এ বয়সে এসে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। আমার এখন ৩৪ বছর বয়স এবং আমি মনে করি যখন মাঠে আপনি বেশি অবদান রাখতে পারছেন না তখন এর শেষ হওয়ায়ই ভালো।’

২০০৫ সালের অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে টেইটের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। পেস, বাউন্স ও সুইংয়ে ইংল্যান্ডের প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে নিজের জায়গা শক্ত করেছিলেন তিনি। এর পর অবশ্য আর মাত্র দুটি টেস্ট জুটেছিল ভাগ্যে। তবে ওয়ানডে ক্যারিয়ার করেছিলেন উজ্জ্বল। বিশেষ করে ২০০৭ সালের বিশ্বকাপে ১১ ম্যাচে ২৩ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। সব মিলিয়ে ওয়ানডেতে ৬২ উইকেট নেন টেইট। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/