আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশবাংলাদেশের জন্য শনিবারের শেষ ওয়ানডে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরিজ জিততে হলে শনিবারের ম্যাচটি অবশ্যই জিততে হবে মাশরাফিদের। হেরে গেলে, শিরোপা ভাগাভাগি করবে দুই দল। এমন সমীকরণ সামনে রেখে স্বাগতিকদের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার কথা জানালেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচের আগে মাশরাফি বলেছেন, ‘সতর্ক থেকে খেলা খুব কঠিন। কারণ সতর্ক থেকে খেললে, সেরাটা খেলা সম্ভব হয় না। হয় রক্ষণাত্মক খেলতে হবে নয়তো আক্রণাত্মক থাকতে হবে। রক্ষণাত্মক থাকলে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘টেস্ট-ওয়ানডে মিলিয়ে দল এখানে টানা দুই ম্যাচ জিতেছে। যে পরিকল্পনায় আমরা খেলেছি, সেই পরিকল্পনায় খেলাটা খুব জরুরি। আমি সব সময়ই চাইবো, আক্রমণাত্মক ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি।’

শনিবারে ম্যাচটিতে কঠিন লড়াই হবে বলে মনে করেন মাশরাফি। বাংলাদেশকে ব্যাটিংয়ে ভালো করতে হলে দুই-তিনটি ভালো জুটির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, ‘ওয়ানডে সব সময় চ্যালেঞ্জিং। যদি দুই-তিনটা ভালো জুটি হয় তখন খেলা পরিবর্তন হয়ে যায়। ওয়ানডেতে এটা বেশি হয়। আমি আশা করছি না যে, খেলা সহজ হবে। ম্যাচ কঠিন হবে। জিততে হলে আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে; যেটা আমরা খেলে আসছি।’

জেতার ক্ষেত্রে দায়িত্ব ভাগ করে দিতে নারাজ মাশরাফি। সিনিয়র-জুনিয়রদের সম্মিলিত প্রচেষ্টাতেই ম্যাচ জিততে হবে, ‘প্রতিটি ম্যাচেই দায়িত্ব থাকে। অবশ্যই সিনিয়রদের একটা দায়িত্ব আছে। জুনিয়রদেরও দায়িত্ব আছে, তার কাছেও অনেক প্রত্যাশা আছে। ওরা যেভাবে খেলছে, এটা দারুণ। আমরা চাইবো ওরা (জুনিয়র) যেন বারবার এর পুনরাবৃত্তি করে।’

/আরআই/এফআইআর/