মাশরাফির সিদ্ধান্তে বিস্মিত নন কোচ

257130বলা নেই, কওয়া নেই শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের কিছুক্ষণ আগে ছোট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি মুর্তজা। তার ভক্তদের কাছে যেন এটা ছিল বিনা মেঘে বজ্রপাত। সামাজিক মিডিয়ায় মাশরাফিকে এ সিদ্ধান্ত পাল্টানোর আহ্বান জানিয়ে তারা ঝড় তুলেছিলেন, এমনকি মানববন্ধনও হয়েছে। কিন্তু মাশরাফির টি-টোয়েন্টি থেকে অবসরে বিস্মিত হননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শ্রীলঙ্কা সফর শেষ হয়ে প্রায় এক মাস হতে চলেছে। মাশরাফির অবসর নিয়ে মুখ তেমন একটা খোলেননি হাথুরুসিংহে। মঙ্গলবার ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে বাংলাদেশের সফল অধিনায়কের টি-টোয়েন্টি অবসর নিয়ে তিনি বলেছেন, ‘আমি তার অবসরে আশ্চর্য হইনি। কখন অবসর নিতে হবে সেটা সব ভালো খেলোয়াড় জানে।’

মাশরাফির অবসর নেওয়ার কারণ সম্পর্কে নিজের ব্যক্তিগত অভিমত দিয়েছেন হাথুরুসিংহে, ‘খেলোয়াড় ও কোচিং গ্রুপ অনেক সম্মান দিয়ে থাকে মাশরাফিকে। এটা সে অর্জন করে নিয়েছে। তার মতো খেলোয়াড় জানে কখন অবসর নেওয়া দরকার।’ তিনি যোগ করেছেন, ‘যেটা হয়েছে বলে আমি মনে করি- মাশরাফি বুঝতে পেরেছিল টি-টোয়েন্টিতে তার সামনে আর ওইরকম চ্যালেঞ্জ নেই। তার মনে হয়েছে অবসর ঘোষণার জন্য ওটাই সেরা সিরিজ।’

তবে টসের আগে মাশরাফির এমন ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন না হাথুরুসিংহে, ‘টসের সময় তার কাছ থেকে এমন ঘোষণা আমি একটুও প্রত্যাশা করিনি। কিন্তু আমি মনে করি সে সঠিক সময়ে সিদ্ধান্তটা নিয়েছে।’

/এফএইচএম/