জিয়ার ব্যাটে পরাস্ত আবাহনী

জিয়াউর রহমান

প্রথম তিন ম্যাচ জিতে দারুণভাবে লিগ শুরু করেছিল আবাহনী। কিন্তু চতুর্থ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা পরাস্ত! বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জিয়াউর রহমানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভর করে ১২ বল হাতে রেখে আবাহনীকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে ২৬৯ রান করেছে আবাহনী। ওপেনার লিটন দাস ও অধিনায়ক মাহমুদউল্লাহ দুজনেই খেলেছেন ৬২ রানের ইনিংস। দলকে পৌনে তিনশ’র কাছাকাছি নিয়ে যেতে শুভাগত হোম (৩২) ও মোহাম্মদ সাইফউদ্দিনের (২৬) অবদানও কম নয়।

৪৫ রানে চার উইকেট নিয়ে শেখ জামালের সফলতম বোলার তানভীর হায়দার। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক ও শাহাদাত হোসেন।

২৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ রানে ইমরুল কায়েসকে হারায় শেখ জামাল। এরপর ফজলে মাহমুদ (৬৩) ও প্রশান্ত চোপড়ার (৫৭) ১০৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তারা। তবে শেখ জামালের জয়ের নায়ক জিয়া। ৫৭ বলে তিনটি চার ও ছয়টি ছক্কায় ৭৩ রানে অপরাজিত থেকে তিনিই দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতে।

/আরআই/এএআর/