পাকিস্তানের সিদ্ধান্তে বিস্মিত বিসিবি

55324170029ddআগামী জুলাই-আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে- তারা বাংলাদেশ সফর স্থগিত করেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারা জানতে পারেনি। তবে পাকিস্তানের নেওয়া এমন সিদ্ধান্তে হতবাক বিসিবি।

পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান তার বক্তব্যে জানান- বিসিবির সঙ্গে পারস্পরিক সমঝোতায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে বাংলাদেশের বোর্ড বলছে, মিডিয়ার মাধ্যমে যতটুকু খবর এসেছে তার বাইরে কিছুই জানে না তারা।

এ ব্যাপারে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান  জালাল ইউনুস বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পিসিবির এমন সিদ্ধান্তে আমরা সত্যিই বিস্মিত। আমরা কিছুদিন আগেও  জানতাম তারা বাংলাদেশ সফর করবে। কিন্তু তারা যে আসবে না আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে এমন তথ্য পাইনি। এটা কেবল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ওরা হয়তো সফর স্থগিতের ব্যাপারে কথা বলেছে, কিন্তু সেটা তারাই এককভাবে সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা এখনও আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে নিশ্চিত নই।’

পাকিস্তানের আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি বিসিবির এ কর্মকর্তা, ‘আমরা এখন পর্যন্ত জানি তারা আসবে। আমাদের প্রস্তাবিত সূচিটা আমরা তাদের কাছে শিগগিরই দিয়ে দেব।’

এবারের বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল পাকিস্তানের। পিসিবির দাবি বাংলাদেশকে আগে পাকিস্তানে গিয়ে দুটি টি-টোয়েন্টি খেলে আসতে হবে। এর পরই সিরিজে বাকি দুটি সংস্করণ তারা বাংলাদেশে এসে খেলবে। ঠিক এমনটাই জানালেন জালাল ইউনুস, ‘পিসিবি চায় পাকিস্তানে গিয়ে বাংলাদেশ দল দুটি টি-টোয়েন্টি খেলুক। বাকি সিরিজ তারা আমাদের এখানে খেলবে। কিন্তু আমরা পাকিস্তানে গিয়ে এখনই কোনও সিরিজ বা কোনও ম্যাচ খেলতে চাচ্ছি না।’

পিসিবি চেয়ারম্যান সফর স্থগিতের কারণ ক্রিকইনফোকে বলেছেন এভাবে, ‘আমরা বাংলাদেশকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। আমরা কিন্তু বাংলাদেশে দুইবার সফর করেছি। এখন আমরা মনে করছি, টানা তৃতীয়বার সেখানে গিয়ে খেলা ঠিক হবে না। তাই আপাতত সফর স্থগিত করছি। দেখা যাক, আগামী বছরের কোনও সময়ে সেখানে যাওয়া যায় কিনা।’

পিসিবির এমন সিদ্ধান্তের পর এ ব্যাপারে জালালের মন্তব্য, ‘দুবাইতে আইসিসির সভায় এ সফর নিয়ে পাকিস্তানের সভাপতি ও আমাদের সভাপতির আলাপ হয়েছে। ওরা চাচ্ছে আমরা সেখানে গিয়ে সফর করি। কিন্তু এফটিপি অনুযায়ী এ সিরিজটা আমাদের। এটা কখনোই পাকিস্তানের সিরিজ নয়। ২০১৫ সালে পর আমাদের সঙ্গে তাদের দুটি সিরিজের চুক্তি হয়েছিল। তারা বলেছিল, আমাদের এখানে এসে দুটি সিরিজ খেলবে। এছাড়া আর্থিক ইস্যু নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির মীমাংসা হয়ে গেছে। তারা বলেছিল, ২০১৭ সালে বাংলাদেশে সফর করবে।’

২০১৫ সালে বাংলাদেশ সফর থেকে ৩ লাখ ২৫ হাজার মার্কিন ডলার আয় করেছিল পিসিবি। তখন তাদের দাবি ছিল, কৌশলগতভাবে সেটা তাদেরই হোম সিরিজ!

এবারও এমন কিছুর চাহিদা পিসিবির আছে কিনা জানতে চাইলে বোর্ডের এ পরিচালক বলেছেন, ‘এখানে কিন্তু টাকা পয়সার ব্যাপারটা নেই। টাকা পয়সার বিষয়গুলো একবারেই নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। এটা নিয়ে দ্বিতীয়বার কিছু বলার সুযোগ নেই।’

এই মুহূর্তে বিসিবি কী করবে জানতে চাইলে জালাল বলেছেন, ‘এই মুহূর্তে কিছু বলা মুশকিল। এগুলো আলোচনার ব্যাপার। তাদের এ সফর যদি পিছিয়ে যায় কিংবা বাতিল হয়, তখন আমাদের সঙ্গে তাদের আলোচনা করতে হবে। এর পর আমরা সিদ্ধান্ত নিতে পারব পরবর্তীতে আমাদের কী করা উচিত।’

/আরআই/এফএইচএম/