আবাহনীর টানা দ্বিতীয় হার

৯১ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা পারভেজ রসুল
প্রথম তিন ম্যাচ জিতে দারুণভাবে লিগ শুরু করেছিল আবাহনী। কিন্তু হঠাৎ করেই তারা অস্বস্তিতে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় ম্যাচে হার মেনেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে আবাহনী হেরে গেছে ২৫ রানে।

শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮২ রানের বেশ ভালো সংগ্রহ গড়েছে গাজী ক্রিকেটার্স। তবে এনামুল হক ও পারভেজ রসুলের দুর্ভাগ্য, সম্ভাবনা জাগিয়েও সেঞ্চুরির দেখা পান নি কেউই। ওপেনার এনামুল আউট হয়েছেন ৯৭ রান করে, পাঁচ নম্বরে নামা রসুলের অবদান ৯১ রান।

আবাহনীর পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও কাজী অনিক।

জবাব দিতে নেমে ৪৮.১ ওভারে ২৫৭ রানে অলআউট হয়ে গেছে আবাহনী। প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার আফিফ হোসেন দারুণ লড়াই করলেও আবাহনীকে জয় এনে দিতে পারেন নি। ৭৬ রানে অপরাজিত থেকে এক প্রান্ত থেকে দলের হার দেখতে হয়েছে তাকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে ওপেনার লিটন দাসের ব্যাট থেকে।

৪৫ রানে তিন উইকেট নিয়ে গাজী ক্রিকেটার্সের সেরা বোলার আলাউদ্দিন বাবু। দুটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও হোসেন আলী। তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে পারভেজ রসুলের হাতে।

/আরআই/এএআর/