বুধবার থেকে সুপার লিগের লড়াই

image002ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্ব শেষ হয়েছে রবিবার। মাঝে দুই দিনের বিরতি রেখে আগামী বুধবার থেকে শুরু হবে সুপার লিগ।

সুপার লিগে অংশ নেবে লিগের সেরা ৬ দল। দলগুলো হলো-গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম পর্ব আর সুপার লিগের পয়েন্ট যোগ করে যে দল সবার ওপরে থাকবে, তাদের হাতেই উঠবে শিরোপা।  

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সুপার লিগের প্রথম তিন রাউন্ডের সূচি ঘোষণা করেছে। বুধবার (২৪ মে) প্রথম দিনেই হবে তিনটি ম্যাচ। ফতুল্লায় লিগের শীর্ষে থাকা গাজী ক্রিকেটার্স খেলবে মোহামেডানের বিপক্ষে। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ শেখ জামাল। আর গতবারের চ্যাম্পিয়ন আবাহনী বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে প্রাইম ব্যাংকের সঙ্গে।

২৭ মে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে ফতুল্লায় হবে গাজী ক্রিকেটার্স-শেখ জামাল ম্যাচ। বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে প্রাইম দোলেশ্বর ও প্রাইম ব্যাংক। সেদিন বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান।

তৃতীয় রাউন্ডের ম্যাচ তিনটি হবে ৩০ মে। ফতুল্লা স্টেডিয়ামে গাজী ক্রিকেটার্সের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। বিকেএসপির তিন নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর ও আবাহনী। আর চার নম্বর মাঠে শেখ জামাল লড়বে মোহামেডানের বিপক্ষে।

/আরআই/এএআর/