ম্যানচেস্টার হামলা নিয়ে চিন্তিত আইসিসি

ম্যানচেস্টারে বোমা বিস্ফোরণ১ জুন থেকে ইংল্যান্ডে বসছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাকর টুর্নামেন্ট শুরুর আগে খেল বড় ধাক্কা। সোমবার রাতে বোমার আঘাতে কেঁপে উঠেছে ইংলিশ শহরটি। ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলার পর প্রশ্ন উঠেছে ইংল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে নিরাপত্তা ইস্যুতে।  

আইসিসি সরাসরি কিছু না বললেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ‘ম্যানচেস্টারের ভয়ঙ্কর হামলার পর সবার মধ্যে দুশ্চিন্তা তৈরি হওয়াটাই স্বাভাবিক। তবে আইসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) চ্যাম্পিয়নস ট্রফি এবং মেয়েদের বিশ্বকাপ- দুটি ইভেন্টেই নিরাপত্তা বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেবে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ্য করা হয়েছে, ‘আমরা নিরাপত্তা পরিচালকের পরামর্শ মেনে কাজ করে যাচ্ছি। যেখানে ইসিবি ছাড়াও অনান্য নিরাপত্তা সংক্রান্ত লোকবল রয়েছে। আমরা আশা করি, সামনের দুটি টুর্নামেন্টের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা নিশ্চিত করা সম্ভব হবে। নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে নিশ্চিত করার আগে, আমরা কিছু বিষয় পর্যালোচনা করছি।’

ঠিক কী ধরনের নিরাপত্তা, সেটা অবশ্য নিরাপত্তার স্বার্থেই সামনে আনেনি আইসিসি, ‘নীতিগত কারণে আমরা নিরাপত্তার বিষয় নিয়ে স্পষ্ট কিছু বলতে চাইছি না।’

১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল অংশ নিচ্ছে আইসিসির দ্বিতীয়সেরা এই ইভেন্টে।

/আরআই/কেআর/