রোমাঞ্চকর সুপার লিগের অপেক্ষা

DPL Logoঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগ শুরু হচ্ছে বুধবার। শিরোপা লড়াইয়ে অংশ নেবে লিগের সেরা ৬ দল গাজী গ্রুপ ক্রিকেটার্স, আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

সুপার লিগের প্রথম দিনেই হবে তিনটি ম্যাচ। ফতুল্লায় লিগের শীর্ষে থাকা গাজী ক্রিকেটার্স খেলবে মোহামেডানের বিপক্ষে। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের প্রতিপক্ষ শেখ জামাল। আর গতবারের চ্যাম্পিয়ন আবাহনী বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে প্রাইম ব্যাংকের সঙ্গে।

আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনের আপাতত একটাই লক্ষ্য, জয় দিয়ে সুপার লিগ শুরু করা। পাশাপাশি জমজমাট শিরোপা লড়াইয়ের প্রত্যাশা তার কণ্ঠে, ‘আমরা প্রথম ম্যাচ জিততে চাই। এটাই সবচেয়ে বড় কথা। আশা করি রোমাঞ্চকর সুপার লিগ হবে। এবার প্রতিটি দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে, প্রতিটি দলই ভারসাম্যপূর্ণ। আগামী পাঁচটা ম্যাচ সবার জন্যই কঠিন হবে।’

শিরোপা ধরে রাখার প্রত্যয় জানিয়ে সুজন বলেছেন, ‘লিগে আমরা অনেক ভুল করেছি, বড় ইনিংস গড়েও হেরে গেছি। তবে সুপার লিগে পরিকল্পনা ঠিকঠাক প্রয়োগ করবো আমরা। সেটাই সবচেয়ে জরুরি। কাল প্রাইম ব্যাংকের সঙ্গে ম্যাচ। আমরা এই ম্যাচ জিততে চাই, শিরোপা ধরে রাখতে চাই।’

/আরআই/এএআর/