ব্যাটসম্যান ম্যাথুজ ‘ফিট’

ভারতের বিপক্ষে খেলবেন অ্যাঞ্জেলো ম্যাথুজইনজুরি পিছু ছাড়ছে না অ্যাঞ্জেলো ম্যাথুজের। চোট কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে নামার অপেক্ষায় ছিলেন যখন, ঠিক তখনই আবার কাফ ইনজুরিতে ছিটকে যান মাঠ থেকে। খেলা হয়নি তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে। যদিও শ্রীলঙ্কান সমর্থকদের জন্য সুখবর হলো সুস্থ হয়ে উঠেছেন তিনি। খবরটা দিয়েছেন ম্যাথুজ নিজেই। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির লড়াইয়ে ফিরছেন শ্রীলঙ্কান অধিনায়ক।

বৃহস্পতিবার ওভালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লঙ্কান ক্যাম্পে আত্মবিশ্বাস ফিরেছে ম্যাথুজের ফিট হয়ে ওঠার খবরে। যদিও বল হাতে তুলতে পারছেন না তিনি এই ম্যাচে। ‘দ্য পেপার ডটকম’কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথুজ তার ফিটনেস নিয়ে বলেছেন, ‘চোটটা এখন অনেকটাই ভালো। গত ম্যাচেও হয়তো আমি খেলতে পারতাম, তবে খুব ঝুঁকি হয়ে যেত। তাই টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা আমার না খেলার সিদ্ধান্ত নেন। তবে এখন আমি পুরোপুরি ফিট। বল হয়তো করতে পারব না, তবে ব্যাটসম্যান হিসেবে খেলার জন্য পুরোপুরি ফিট।’

ম্যাথুজের ফেরাটা নিঃসন্দেহে শ্রীলঙ্কার জন্য ভীষণ খুশির খবর। এই অলরাউন্ডার গত বছরের আগষ্টের পর খেলতে পারেননি কোনও ওয়ানডে ম্যাচ। পায়ের চোটটা এতটাই ভোগাচ্ছিল যে শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট মোটেও ঝুঁকি নিতে চায়নি তাকে নিয়ে। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেও তাই খেলায়নি ম্যাথুজকে। তার না থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে অধিনায়কত্ব করা উপুল থারাঙ্গা আবার নিষিদ্ধ হয়েছেন স্লো ওভার রেটের কারণে। নিষিদ্ধ হয়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না এই ওপেনার।

তার মতো অভিজ্ঞ খেলোয়াড়কে হারিয়ে স্বভাবতই হতাশ ম্যাথুজ। যদিও তাতে কোনও রকম অজুহাত দাঁড় করাতে চাইছেন না তিনি, ‘অনেক বড় ক্ষতি, যদিও কোনও অভিযোগ দাঁড় করানোর সুযোগ নেই।’ ক্রিকইনফো

/কেআর/