র‌্যাংকিংয়ে মাশরাফি-তামিম এগিয়ে গেলেন

94597_160চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল শেষে বাংলাদেশের জন্য দুঃসংবাদ হয়ে এলো দলীয় র‌্যাংকিংয়ে পতন। চ্যাম্পিয়ন পাকিস্তান ৪ পয়েন্ট অর্জন করেছে এবং বাংলাদেশকে ৭ নম্বরে নামিয়ে উঠেছে ছয়ে। ২০১৯ সালের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার খুব কাছে তারা। বাংলাদেশের (৯৪) চেয়ে এক পয়েন্টে এগিয়ে পাকিস্তান। তবে ব্যক্তিগতভাবে র‌্যাংকিংয়ে কিছুটা সুখবর শুনেছে বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং র‌্যাংকিংয়ে এগিয়ে গেছেন তামিম ইকবাল ও মাশরাফি মুর্তজা।

ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে নামিয়ে দিয়েছেন তামিম। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে বাংলাদেশি ওপেনার এক ধাপ উন্নতি করেছেন। তার অবস্থান ১৬ নম্বরে। চ্যাম্পিয়নস ট্রফিতে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে তার রান ২৯৩।

এদিকে বোলিং র‌্যাংকিংয়ে মাশরাফি এগিয়েছেন তিন ধাপ। চ্যাম্পিয়নস ট্রফিতে চার ম্যাচে ২ উইকেট নিয়েও ১৫ নম্বরে উন্নীত বাংলাদেশি অধিনায়ক।

তবে ব্যক্তিগত র‌্যাংকিংয়ে পতনও দেখেছে বাংলাদেশ। বোলারদের র‌্যাংকিংয়ে ৩ ধাপ নেমে ১৯ নম্বরে সাকিব আল হাসান। আর ১৫ নম্বরে থেকে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করা মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ নেমে ২৯ নম্বরে অবস্থান করছেন।

ব্যাটিং র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আর বোলিংয়ে সবার উপরে অস্ট্রেলিয়ার জোশ হ্যাজেলউড।

/এফএইচএম/