মরিনহোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

_96562902_2e9a7410-f95d-43ab-b56a-ab1e196725cdবেশ কয়েকদিন ধরেই কর ফাঁকির মামলা নিয়ে আলোচিত হয়ে উঠেছে ফুটবল অঙ্গন। মেসি-রোনালদো, লুকা মদ্রিচের পর এবার আলোচনায় এসেছেন সাবেক রিয়াল কোচ হোসে মরিনহো।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দায়িত্ব পালন করা এই কোচের বিরুদ্ধে অভিযোগ- রিয়ালে থাকার সময়ে ৩.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন! স্পেনের রাষ্ট্রপক্ষের কৌসুলির দাবি ২০১১ থেকে ২০১২ সালের মধ্যেই এই কর ফাঁকি দিয়েছেন মরিনহো। রোনালদো ও মরিনহো একই এজেন্টের অধীনে কাজ করেছেন ওই সময়ে।  

অভিযোগ উঠলেও মরিনহোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে কোনও কিছুই জানানো হয়নি মরিনহোকে। এমনকি কর ফাঁকির বিষয়টিকেও সত্য নয় বলে দাবি করা হয়েছে সেখানে।

কিছুদিন আগে একই অভিযোগে অভিযুক্ত হন রিয়াল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তার বিরুদ্ধে ১৪.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগে স্পেনের এক আদালতে মামলা করেছেন স্প্যানিশ এক আইনজীবী। যেই অভিযোগে স্পেন ছেড়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছেন পর্তুগিজ সুপার স্টার! -বিবিসি

/এফআইআর/