অক্টোবর থেকে ক্রিকেটেও চালু ‘লাল কার্ড’

2770গত মেতে আইসিসি ক্রিকেট কমিটি বেশ কয়েকটি নতুন সুপারিশ করেছিল। শুক্রবার সেগুলোর অনুমোদন দিয়েছে নির্বাহী প্রধানদের কমিটি। এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, আগামী ১ অক্টোবর থেকে চালু হবে এ কয়েকটি নতুন নিয়ম। এর মধ্যে অন্যতম মাঠে খেলোয়াড়রা বাজে আচরণ করলে তাদের বের করে দিতে পারবেন আম্পায়াররা।

এছাড়া ডিসিশন রিভিউ সিস্টেমে রিভিউ বিপক্ষে গেলেও আম্পায়ার’স কলে রিভিউয়ের কোটা হারাবে না দল। রিভিউ নিয়ে আরও কয়েকটি সুপারিশ অনুমোদন পেয়েছে এদিন। ৮০ ওভারের পর টেস্ট ম্যাচে নতুন করে রিভিউ পাবে না কোনও দল। এছাড়া ডিআরএসের দেখা পাওয়া যাবে টি-টোয়েন্টিতেও। আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএসে অন্তত বল ট্র্যাকিং ও এজ-ডিটেকশন টেকনলজি বাধ্যতামূলক করার ব্যাপারে সম্মতি দিয়েছে কমিটি।

ফুটবল, হকির মতো ক্রিকেটেও খেলোয়াড়দের অসন্তোষজনক আচরণে তাদের মাঠ থেকে বের করে দেওয়ার ক্ষমতা পাচ্ছেন আম্পায়াররা। আইসিসি জানিয়েছে, সব সদস্য দেশ এ শাস্তি প্রয়োগের ব্যাপারে সম্মতি দিয়েছে।

ব্যাটের আকার নিয়ন্ত্রণের ব্যাপারে সুপারিশের অনুমোদন দিয়েছে আইসিসি। বড় ব্যাট হাতে বড় শট খেলছেন এমন অভিযোগ বেশ কয়েকবার এসেছে ব্যাটসম্যানদের বিরুদ্ধে। তাই গত ডিসেম্বরে মুম্বাইয়ে এমসিসির ক্রিকেট কমিটি ব্যাটের প্রস্থ ১০৮ মিলিমিটার, গভীরতা ৬৭ মিলিমিটার ও কিনারায় ৪০ মিলিমিটার রাখার সুপারিশ করেছিল।

নির্বাহী কমিটির সভায় রান আউটেও নিয়মের কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ক্রিজের পেছনে মাটি স্পর্শ করার পর ব্যাট উপরে উঠে গেলে রান আউট হতে হবে না। তাই রান আউট থেকে বাঁচার জন্য ব্যাট বাউন্স করা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে না ব্যাটসম্যানদের। ক্রিকইনফো

/এফএইচএম/