মোস্তাফিজ-সৌম্যর ঈদ আনন্দ

Mustafizur-Rahmanজাতীয় দলের কোনও খেলা নেই, চ্যাম্পিয়নস ট্রফি শেষে দেশে ফেরা বাংলাদেশের খেলোয়াড়রা ঈদের ছুটি পেয়ে গিয়েছিলেন আগেই। ক্রিকেট ব্যস্ততা না থাকায় ক্রিকেটারদের প্রায় সবাই ঈদ করতে গেছেন গ্রামের বাড়িতে। ব্যতিক্রম নয় মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারের বেলাতেও। জাতীয় দলের দুই তারকা ঈদে করতে গেছেন নিজের জেলা সাতক্ষীরায়।

মোস্তাফিজের বাড়ি সাতক্ষীরার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে। ওখানেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ‘কাটার মাস্টার’। ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় দিন বাড়ির পাশে তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে নামাজ আদায় করবেন মোস্তাফিজ। এরপর ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এলাকার মানুষজনের সঙ্গে।

এই পেসারের ভাই মোখলেছুর রহমান পল্টু জানিয়েছেন,  ঈদ উদযাপন করতে গত শনিবার  রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে সাতক্ষীরায় এসে পৌঁছান মোস্তাফিজ। এবারের ঈদে লম্বা ছুটিই পেয়েছেন তিনি। খেলা না থাকায় ১০ জুলাই পর্যন্ত গ্রামে কাটাবেন মোস্তাফিজ। মোখলেছুর বলেছেন, ‘আগামী ১০ জুলাই ঢাকায় যাবে মোস্তাফিজ। অস্ট্রেলিয়ার সিরিজের জন্য শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবে ও।’

somoya sarkar phot (1)এদিকে ঈদের ছুটিতে নিজ বাড়িতে সময় কাটাচ্ছেন সৌম্য সরকার। ঈদের ছুটিতে গিয়ে আবার পেয়ে গিয়েছেন রথযাত্রা। রবিবার রথযাত্রাতে অংশও নিয়েছিলেন এই ওপেনার। এখন অপেক্ষায় আছেন ঈদের দিনের। কীভাবে কাটাবেন, সেটাও ঠিক করে ফেলেছেন তিনি, ‘ঈদের দিন বন্ধুদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ও আড্ডা দিয়ে সময় কাটাব।’

জাতীয় দলে খেলা জেলার আরেক ক্রিকেটার রবিউল ইসলাম শিপলু ঈদের নামায় আদায় করবেন সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলা ফারুক হোসেন ঈদের নামাজ আদায় করবেন রসুলপুর সরকারি গোরস্থানের ঈদগাহে।

/কেআর/