আরভিনের একার লড়াইয়ে জিম্বাবুয়ের দিন

সেঞ্চুরির পর আরভিনএখনও ‌'দুর্বল' হয়ে যায়নি জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারানোর পর টেস্টেও ব্যাট হাতে দাপট দেখাচ্ছে সফরকারীরা। প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম দিন সফরকারীরা শেষ করেছে দাপটের সঙ্গেই।  প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৪৪ রানে দিন শেষ করেছে জিম্বাবুয়ে।

টসে জিতে ব্যাট করতে নেমে ২৩ রানে ওপেনার চাকাভাকে হারায় জিম্বাবুয়ে। রঙ্গনা হেরাথের স্পিনে বোল্ড হয়ে ফেরেন এই ওপেনার। সেই শুরু পতনের। ধীরে ধীরে জিম্বাবুয়ের আক্রমণে থিতু হওয়ার সাহস দেখাতে পারেননি কেউই। যার প্রমাণ প্রথম সেশনেই ৯৬ রানে ৪ উইকেট!

এরপরে খানিকটা বিপদ সামলে উঠে সফরকারীরা। এই সময়ে পরের সেশনে ২ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলে জিম্বাবুয়ে। যাতে শুরু থেকে শেষ পর্যন্ত মাটি কামড়ে ব্যাট করতে থাকেন ক্রেগ আরভিন। অবাধ্য ব্যাটিংয়ে ১৫১ রানে দিন শেষ করেন! ২৩৮ বলে শুরুর দিনে ১৩টি চার ও ১ ছয়ে দিন শেষ করেন তিনি। শুরুতে ৬১ ডেলিভারিতে মাত্র ২টি বাউন্ডারি মারেন।

আরভিনের সেঞ্চুরি উদযাপনআরভিন পুরো দিনে ছোট ছোট জুটি গড়লেও একাই এগিয়ে নেন দলকে। তার সঙ্গে পঞ্চম উইকেটে সবচেয়ে বড় জুটি গড়েন সিকান্দার রাজা। ৮৪ রানের এই জুটি ভাঙেন সেই হেরাথ। ৩৬ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। সপ্তম উইকেটে ম্যালকম ওয়ালারের সঙ্গে ৬৫ রানের জুটি আর নবম উইকেটে তিরিপানোর সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ক্রিজে আছেন আরভিন।

অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ ৩০ ওভার বল করে ১০৬ রানেই নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট। দুটি নেন গুনারত্নে।  একটি করে নেন লাহিরু কুমারা ও দিলুরুয়ান পেরেরা। হেরাথের ওপর নির্ভরতাই কাল হয়েছে লঙ্কানদের। তাকে সামনে রেখে আক্রমণে যাওয়াতে বেশি সফল হতে পারেনি স্বাগতিকরা।  কালকেও আরভিন মাটি কামড়ে থাকলে ৪০০ রানের বড় সংগ্রহই পেতে যাচ্ছে জিম্বাবুয়ে।

 /এফআইআর/