শচীনকে পরামর্শক হিসেবে চেয়েছিলেন শাস্ত্রী!

ravi-shastri-getty-875ভারতীয় দলে রাহুল দ্রাবিড় ও জহির খান থাকলে তাতে আপত্তি নেই রবি শাস্ত্রীর- গতকাল এমন কথাই বলেছিলেন ভারতীয় কোচ। সেই কথার একদিন যেতে না যেতেই আরেক গুঞ্জন শাস্ত্রীকে নিয়ে। তা হলো দ্রাবিড়-জহিরকে নয়, বিদেশ সফরে শচীনকেই পরামর্শক হিসেবে পেতে চেয়েছিলেন তিনি! সেজন্য বিসিসিআইকেও অনুরোধ করেছিলেন।

এ প্রসঙ্গে অবশ্য নাম প্রকাশ করে কথা বলেনি কেউই। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেছেন, ‘আসলে পরামর্শক কে থাকছেন- এ বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামনে শ্রীলঙ্কা সফর থাকায় সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুন ও শ্রীধরই থাকছেন দলের সঙ্গে।’

রবি শাস্ত্রী যে এমনটি চাইতে পারেন তার প্রমাণ নিজেই দিয়ে রেখেছেন কয়েক দিনের কৃতকর্মেই! ক্রিকেট উপদেষ্টা কমিটি জহির খানকে বোলিং পরামর্শক করলেও নিজের পছন্দের বোলিং কোচ চেয়েছিলেন শাস্ত্রী। আর শাস্ত্রীকে কোচ নিয়োগ দিলেও এর বিরুদ্ধে ছিলেন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলী। আর সেই গাঙ্গুলীকে শান্ত করতেই জহির খানকে তার পছন্দ মতো বোলিং পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়।

শাস্ত্রী অবশ্য এ নিয়ে অনেক আগে থেকেই সোচ্চার ছিলেন যে নিজের পছন্দ কাউকেই বসাবেন বোলিং কোচের ভূমিকায়। সেই ধারাতে ভরত অরুনকেই বেছে নেয় বিসিসিআই। তাই দ্রাবিড়ের জায়গায় নিজের পছন্দ শচীনকে চাইতেই পারেন সাবেক এই ক্রিকেটার। কারণ শাস্ত্রীকে কোচ বানাতে বড় ভূমিকা ছিল লিটল মাস্টারের!-ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এফআইআর/