সামারাবিরাকে রাখছে না বিসিবি

গত সেপ্টেম্বরেই থিলান সামারাবিরাকে ব্যাটিং পরামর্শক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।গত সেপ্টেম্বরেই থিলান সামারাবিরাকে ব্যাটিং পরামর্শক করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে চুক্তি ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়াতে তাকে আর রাখছে না বিসিবি। তার বদলে নতুন একজনকে পরামর্শক বানাতে চাইছে বিসিবি।

সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার সামারাবিরা প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী জানান, ‘তার সঙ্গে আমাদের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্তই চুক্তি ছিল। কিন্তু এখন আর তার সঙ্গে নেই।’

সামারাবিরার জায়গায় সাবেক অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণির ক্রিকেটার ও কোচ মার্ক ও’নিলের কথাই শোনা যাচ্ছে। এছাড়া ফিজিও নিয়েও বিকল্প ভাবতে হচ্ছে বিসিবিকে। কারণ বর্তমান ফিজিও থিহান চন্দ্রমোহন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ক্যাম্প চলমান থাকলেও সেখানে থাকতে পারছেন না থিহান। এ প্রসঙ্গে নিজাম উদ্দীন আরও জানান, ‘আমরা ইতোমধ্যেই থিহানের সঙ্গে কথা বলেছি। ও আহত থাকায় এই মুহূর্তে ক্যাম্পে যোগ দেওয়া ওর পক্ষে সম্ভব না। তবে ওর অপেক্ষায় নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। যদি সে না পারে তখন আমরা নতুন ফিজিও খোঁজ করবো।’

এর আগে শ্রীলঙ্কা সফরের সময়ই চুক্তিবদ্ধ হয়েছিলেন থিহান। পরে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়।-ক্রিকইনফো।

/এফআইআর/