সবার আগে সেমিফাইনালে রাজশাহী

রাজশাহী ও ঢাকা মেট্রো ম্যাচের একটি দৃশ্যমাস্টার্স ক্রিকেট কার্নিভালে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে খালেদ মাসুদ পাইলটের একমি রাজশাহী মাস্টার্স। দুই ম্যাচের দুটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে নাম লেখায় রাজশাহী। বৃহস্পতিবার র’ন্যাশন্স ঢাকা মেট্রো মাস্টার্সকে তারা হারিয়েছে ৮ উইকেটে।

আগে ব্যাটিং করা ঢাকা মেট্রো নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরে যোগ করে ১২৫ রান। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ফয়সাল হোসেন ডিকেন্সের ব্যাট থেকে। ৩০ বলে সাবেক এই ব্যাটসম্যান খেলেন হার না মানা ৫৯ রানের ইনিংস। এছাড়া আনিসুর রহমান সঞ্চয়ের ব্যাট থেকে আসে ২৮ রান।

ঢাকা মেট্রো মাস্টার্সের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রাজশাহী। সহজ জয়ের পথে ব্যাট হাতে ঝড় তোলেন হান্নান সরকার। মাত্র ২৮ বলে ৫ চার ও ৭ ছক্কায় তিনি খেলেছেন ৬৫ রানের ঝোড়ো ইনিংস। আর ৩৭ রান করে অপরাজিত ছিলেন জাভেদ ওমর বেলিম।

/আরআই/কেআর/