বাংলাদেশে খাজা-অ্যাগারের ওপর স্মিথের আস্থা

উসমান খাজাবাংলাদেশ সফর দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরছেন উসমান খাজা ও অ্যাস্টন অ্যাগার। শুধু দলে থাকার জন্য নয়, তাদের খেলাও প্রায় নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। এশিয়ায় বলার মতো কোনও ইনিংস না খেললেও খাজার ওপর ভরসা রাখছেন তিনি। আর চার বছর পর টেস্ট দলে ফেরা অ্যাগারকে নিয়েও আশাবাদী ২৮ বছর বয়সী অধিনায়ক।

এ বছরের শুরুতে শন মার্শের কারণে ভারতের হোম টেস্টে ছিলেন না খাজা। ওই সফরে স্টিভ ও’কিফ খেলায় বসে থাকতে হয়েছিল অ্যাগারকে। অবশ্য ও’কিফকে নেওয়ার ফল হাতেনাতে পেয়েছিল তারা দারুণ এক জয়ে। পুনেতে প্রথম টেস্টে ১২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিশাল জয়ে অবদান রেখেছিলেন ওই স্পিনার। তবে এখন নির্বাচকদের নজরের বাইরে ও’কিফ এবং বাংলাদেশ সফরে নেই মার্শও। খাজা ও অ্যাগার তাই সুযোগের অপেক্ষা করছেন বেশ আশা নিয়ে।

অবশ্য এশিয়ায় তেমন আহামরি কিছু করতে পারেননি খাজা। এশিয়ার কন্ডিশনে স্পিনারদের কতটা মোকাবিলা করতে পারেন তিনি, সেটা দুশ্চিন্তার বিষয়। এ মহাদেশে ১৫ ইনিংসের সবগুলো ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন, মাত্র একবার পঞ্চাশ ছাড়িয়েছে তার ব্যাটে। শ্রীলঙ্কায় ২০১১ সালের সফরে কলম্বোতে প্রস্তুতি ম্যাচে ১০১ রানে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন তিনি।

কিন্তু তারপরও ৫টি সেঞ্চুরির মালিককে নিয়ে আশাবাদী স্মিথ। শুক্রবার দেশ ছাড়ার আগে বাঁহাতি ব্যাটসম্যানকে নিয়ে অধিনায়ক বলেছেন, ‘আমি মনে করি এ মৌসুমে উসমান আমাদের জন্য সত্যিকারের বড় খেলোয়াড় হতে যাচ্ছে। গত কয়েক বছরে সে অস্ট্রেলিয়ার অসাধারণ খেলেছে। সে কোনও ধরনের ক্রিকেট খেলেনি জানুয়ারি থেকে, তারপরও দলে থাকার ভালো সম্ভাবনা আছে তার। আমি দৃঢ়তার সঙ্গে এ কথা বলছি।’অ্যাস্টন অ্যাগারচমকে দিয়ে ২০১৩ সালে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে অভিষেক হয়েছিল ১৯ বছর বয়সী অ্যাগারের। এর পর থেকে টেস্টে খেলেননি তিনি। অভিষেক ম্যাচে ১১ নম্বরে ব্যাট করতে নেমে নটিংহ্যামে ৯৮ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু বল হাতে ভালো করতে পারেননি, নেন ২ উইকেট। চার বছর পর ২৩ বছর বয়সী অ্যাগারের সামনে বড় দায়িত্ব। স্পিনে প্রতিপক্ষকে ভোগাতে তাকেই নাথান লিয়নের সহকারী হিসেবে চান স্মিথ। নবাগত মিচেল সোয়েপসনের চেয়ে অ্যাগারেই বেশি ভরসা অধিনায়কের, ‘আমি মনে করি এদিক থেকে সেই (অ্যাগার) দলের দ্বিতীয় স্পিনার। গত কয়েক বছরে সে অনেক উন্নতি করেছে। এ সপ্তাহে সে ভালো বল করেছে। সম্ভবত সে সুযোগ পাচ্ছে, সেভাবেই আমরা ভাবছি। সে যদি ধারাবাহিক থাকে ও লেন্থ ভালো রাখে, আমি মনে করি এ সফরে সে আমাদের জন্য বড় খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।’ ক্রিকইনফো

/এফএইচএম/