কুকের ডাবল সেঞ্চুরিতে রান পাহাড়ে ইংল্যান্ড

২৪৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরার পথে কুকঘুমন্ত আগ্নেয়গিরি জ্বলে উঠল আবার। যার আঁচে পুড়ল এবার ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন অ্যালিস্টার কুক। সাবেক অধিনায়কের চতুর্থ ডাবল সেঞ্চুরির ওপর ভর দিয়ে বার্মিংহামের দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। কুক ২৪৩ রানে আউট হলে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫১৪ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে করেছে ৪৪ রান।

ভারত সফরে হারের পর অধিনায়কত্ব ছেড়ে দেন কুক। ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াতে না পারাটাও তার অধিনায়কত্ব ছাড়ার পথে বড় একটা কারণ। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে ওই সিরিজেই প্রথম টেস্টে সবশেষ পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এরপর খেলেছেন আরও ১৬ ইনিংস, যেখানে ৮৮ রান ছিল তার সর্বোচ্চ। ব্যর্থতার সেই বৃত্ত ভেঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধু সেঞ্চুরিতে থামলেন না, তুলে নিলেন ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি।

প্রথম দিনেই দেড় শ ছাড়ানো ইনিংস খেলেছিলেন কুক। দ্বিতীয় দিনে ইনিংসটা আরও লম্বা করে পেয়ে যান ডাবল সেঞ্চুরি। ২০১৫ সালের পর আবার গড়েছেন কীর্তিটা। ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে বসেছেন তিনি লেন হাটনের পাশে। রোস্টন চেসের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ৪০৭ বলে খেলেছেন ২৪৩ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ৩৩টি চারের মার। তিনি আউট হওয়ার পরপরই ইংল্যান্ড ঘোষণা করে তাদের প্রথম ইনিংস।

দ্বিতীয় দিন কুকের সঙ্গে ব্যাটিংয়ে নামা ডেভিড মালান করেছেন ৬৫ রান। বেন স্টোকস (১০), জনি বেয়ারস্টো (১৮) ও মঈন আলী (০) অবশ্য সুবিধা করতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার চেস ১১৩ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন কেমার রোচ।

ইংল্যান্ড ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই খায় ধাক্কা। কোনও রান করার আগেই জেমস অ্যান্ডারসনের বলে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার ক্রেগ ব্রাথওয়েট। তবে আরেক ওপেনার কিয়েরন পাওয়েল (১৮*) বাকি সময়টা পার করেছেন কাইল হোপকে (২৫*) নিয়ে। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

(দ্বিতীয় দিন শেষে)

ইংল্যান্ড: প্রথম ইনিংসে ১৩৫.৫ ওভারে ৫১৪/৮ (ডিক্লে.) (কুক ২৪৩, রুট ১৩৬, মালান ৬৫, বেয়ারস্টো ১৮; চেস ৪/১১৩)।

ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংসে ১৬ ওভারে ৪৪/১ (হোপ ২৫*, পাওয়েল ১৮*; অ্যান্ডারসন ১/১৭)। 

/কেআর/