সাকিব-মোস্তাফিজে সতর্ক ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েলএকজন নিজের প্রতিভার আলো ছড়িয়ে বসেছেন বিশ্বসেরা অলরাউন্ডারের চেয়ারে, আরেকজন আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই চমকে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে- সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান বিশ্বের যে কোনও দলের জন্য ভয়ের অন্য নাম। গ্লেন ম্যাক্সওয়েল তাদের সম্পর্কে জানেন খুব ভালো করে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার কারণে খুব কাছ থেকে দেখেছেন বাংলাদেশের দুই তারকাকে। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান তাই বেশ সতর্ক সাকিব ও মোস্তাফিজকে নিয়ে।

২০১২ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ তিনি। দিল্লি ডেয়ারডেভিসকে এক বছর কটিয়ে ম্যাক্সওয়েল চলে যান মুম্বাইয়ে ইন্ডিয়ান্সে। তবে ভারতের কুড়ি ওভারের এই টুর্নামেন্টে হার্ডহিটার এই ব্যাটসম্যানের উত্থান কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে। ২০১৪ সাল থেকে তিনি খেলছেন পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজিতে। গত পাঁচ বছরের আইপিএল পথযাত্রায় প্রতিপক্ষ হিসেবে ম্যাক্সওয়েল পেয়েছেন সাকিব ও মোস্তাফিজকে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এই ক্রিকেটারদের নিয়েই বেশি ভাবনা তার। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের বোলিং লাইনআপ নিয়ে কথা বলেছেন তিনি। যেখানে ম্যাক্সওয়েলের মুখে ঝরেছে সাকিব-মোস্তাফিজের প্রশংসা।

শুরুটা করলেন মোস্তাফিজকে দিয়ে, ‘নিঃসন্দেহে মোস্তাফিজ ব্যতিক্রম এক বোলার, (সানরাইজার্স হায়দরাবাদে) তার সাফল্যময় আইপিএলে আমরা মুখোমুখি হয়েছিলাম। আমার মনে হয় বেশি করে টেস্ট ম্যাচ খেলার জন্য ও গতি কিছুটা কমিয়ে দিয়েছে। যদিও এখনও সে অসাধারণ বোলার, বল সুইং করার পাশাপাশি ও স্লোয়ারে অবিশ্বাস্যভাবে পরিবর্তন আনতে পারে।’ সঙ্গে যোগ করলেন, ‘ও মোটেও প্রচলিত বাঁহাতি পেসারদের মতো নয়। নমনীয় কব্জিতে ডেলিভারির শেষ মুহূর্তে এসে বোলিংয়ে বদল আনে। স্লোয়ারেও সে একইভাবে বোলিং করে, তাই তার ডেলিভারি বোঝাটা খুব কঠিন।’

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ব্যাটিংয়ে সাকিবের মুখোমুখি হতে হয়েছে ম্যাক্সওয়েলকে। বিশ্বসেরা অলরাউন্ডারের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থেকে সাকিবকে নিয়ে তার বক্তব্য, ‘সাকিবের ক্ষেত্রেও বিষয়টা একই। ও ভীষণ অভিজ্ঞ খেলোয়াড়। অনেক দিন ধরে সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। অসাধারণ এক ক্রিকেটার। টেস্ট সিরিজে ভালো জায়গায় থাকতে হলে এই খেলোয়াড়দের বিপক্ষে আমাদের খুব ভালো খেলতে হবে।’

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলে অবদান রাখেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের বিপক্ষেও তাকে বল হাতে দেখতে পাওয়ার সম্ভাবনা যথেষ্ট। প্রতিপক্ষ দলে যখন সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডার আছেন, তখন অলরাউন্ডার ম্যাক্সওয়েলের কথাও এসে গিয়েছিল। যদিও অলরাউন্ডার তকমাটা গায়ে লাগাতে চাইলেন না তিনি, ‘আমার পরিচয়টা সম্ভবত ব্যাটসম্যান হিসেবেই বেশি, সেখানে সে (সাকিব) দুর্দান্ত এক অলরাউন্ডার। চেষ্টা করব রান করার, এবং অফ স্পিনার হিসেবে দলের প্রয়োজনে অবদান রাখার।’