১৭ বছর পর টেস্টে ক্যারিবীয়দের ইংল্যান্ড জয়

টানা দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর শাই হোপের উদযাপনবার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরে টেস্ট সিরিজ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচেই তারা ঘুরে দাঁড়ালো ক্রেইগ ব্র্যাথওয়েট ও শাই হোপের ব্যাটিং দৃঢ়তায়। লিডসে ৫ উইকেটে ঐতিহাসিক জয় পেয়েছে ক্যারিবীয়রা। তিন ম্যাচের সিরিজে তারা সমতা ফিরিয়েছে ১-১ এ।

কোনও উইকেট না হারিয়ে ৫ রানে মঙ্গলবার শেষদিন খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দলের ৪৬ রানে কিয়েরন পাওয়েল ও ৫৩ রানে কাইল হোপ আউট হলে প্রথম ইনিংসের মতো আবার দাঁড়িয়ে যান ব্র্যাথওয়েট ও শাই হোপ। শতাধিক রানের জুটি গড়লেও অল্পের জন্য টানা ইনিংসে সেঞ্চুরি করতে ব্যর্থ হন ব্র্যাথওয়েট। ১৮০ বলে ১২ চারে ৯৫ রানে তাকে আউট করেন মঈন আলী। শাই হোপের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়ে ফিরে যান এ ওপেনার। তৃতীয় ব্যাটসম্যান হয়ে ব্র্যাথওয়েট যখন মাঠ ছাড়েন তখন উইন্ডিজের রান ১৯৭।

৩২২ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে বাকি রান ধীরে সুস্থে করেছেন শাই হোপ। প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন। সেই ঝুলিতে আরও একটি শতক ভরলেন দ্বিতীয় ইনিংসেই। ১০০ রান করতে তিনি খেলেছেন ১৭৫ বল। অবশ্য ডানহাতি এ ব্যাটসম্যানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি রোস্টন চেজ (৩০)। ৪৯ রানের জুটি গড়ে আউট হন তিনি।

৯৫ রানে আউট হলেও জয়ের ভিত গড়ে দেন ব্র্যাথওয়েটতৃতীয় সেশনের শেষ কয়েক ঘণ্টা ইংল্যান্ড ম্যাচ ড্র করানোর খুব চেষ্টা করেছে। কিন্তু পারেনি। ওয়েস্ট ইন্ডিজ লক্ষ্য থেকে ২ রান দূরে থাকতে জার্মেইন ব্ল্যাকউডকে স্টাম্পিংয়ের শিকার বানান মঈন। ৪৫ বলে ৪১ রান করেন তিনি, শাই হোপের সঙ্গে ভাঙে তার ৭৪ রানের জুটি। দিনের শেষ ৪.৫ ওভার বাকি থাকতে জয় তুলে নেন শাই হোপ, ম্যাচজয়ী শট খেলেন তিনি। ২১১ বলে ১৪ চারে সাজানো ছিল তার ১১৮ রানের সর্বোচ্চ ইনিংস।

প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৫৮ রানে অলআউট করে ব্র্যাথওয়েট (১৩৪) ও শাই হোপের (১৪৭) অনবদ্য ব্যাটিংয়ে ৪২৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেটে ৪৯০ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংলিশরা, তাদের লিড ছিল ৩২১ রানের। আবারও ব্র্যাথওয়েট ও শাই হোপের ব্যাটে ভর করে প্রায় দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে জিতলো উইন্ডিজ।  

ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্ট জয় ২০০০ সালে। কোর্টনি ওয়ালশের বোলিং নৈপুণ্যে ইনিংস ও ৯৩ রানে জিতেছিল জিমি অ্যাডামসের দল। এরপর কেটে গেছে ১৭ বছর ও ১৬ টেস্ট, ভুলে যাওয়া সেই জয়ের স্বাদ আবার নতুন করে পেলো ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট আগামী ৭ সেপ্টেম্বর লর্ডসে হবে।