বিপিএলে নাসির সিলেটের, মিরাজ রাজশাহীর

নাসির হোসেনআগামী ২ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। টুর্নামেন্ট শুরুর আগে ‘রেডিসন ব্লু’ হোটেলের প্লেয়ার্স ড্রাফটে দলগুলো গুছিয়ে নিচ্ছে তাদের নিজেদের ঘর। শনিবার ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের খেলোয়াড়দের বেছে নেওয়ার প্রক্রিয়া শুরুর আগেই আইকন সহ চার দেশি খেলোয়াড়কে ভিড়িয়ে নিয়েছে দলে।

আইকন খেলোয়াড়ের সঙ্গে আরও তিন ক্রিকেটার রাখার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ার্স ড্রাফটের আগে। যেখানে নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। অন্যদিকে মেহেদী হাসান মিরাজকে পেয়েছে রাজশাহী কিংস।

বিপিএলে এবার অংশ নেওয়া দলগুলো হচ্ছে- ঢাকা ডায়নামাইটস, সিলেট সিক্সার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইটানস, রাজশাহী কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস। প্লেয়ার ড্রাফটের আগেই দলগুলো চারজন করে দেশি খেলোয়াড় রাখার সুযোগ পেয়েছে।

চার দেশি খেলোয়াড়কে নিয়ে দলগুলো:

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ ও মেহেদী মারুফ।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম, আরিফুল হক ও মোশাররফ হোসেন।

রাজশাহী কিংস: মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও ফরহাদ রেজা।

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ও সোহাগ গাজী।

সিলেট সিক্সার্স: সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস ও সাইফউদ্দিন।

চিটাগং ভাইকিংস: সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ও শুভাশীষ রায়।