চট্টগ্রামের ধীরগতির ব্যাটিং

NCL-Logo-01বৃষ্টির দাপটে দিনের অর্ধেক খেলা গেছে ভেসে। বাকি যে সময়টা খেলা হয়েছে, সেখানে দাপট দেখিয়েছে রাজশাহী বিভাগের বোলাররা। সফরকারী চট্টগ্রামের মাত্র ২ উইকেট তুললে পারলেও ব্যাটিংয়ে মোটেও সুবিধা করতে দেয়নি স্বাগতিকরা। ধীরগতির ব্যাটিংয়ে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ৪৩ ওভারে চট্টগ্রাম ২ উইকেটে করতে পেরেছে মাত্র ৬৭ রান।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজশাহীর অধিনায়ক জহুরুল ইসলাম। অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে স্বাগতিক বোলাররা। উইকেট পেতে বেশ খানিকটা সময় অপেক্ষায় থাকতে হলেও চট্টগ্রামের দুই ওপেনার ইমরুল করিম ও মাহবুবুল করিমকে সুবিধা করতে দেয়নি মোটেও। অবশেষে তার সফল হয় ১৭তম ওভারে, যখন সানজামুল ইসলামের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন মাহবুবুল। ২২ রান করে আউট হন তিনি।

আরেক ওপেনার ইমরুল লড়াই করে গেছেন। রান তুললে না পারলেও উইকেটে পড়ে ছিলেন রক্ষণাত্মক ব্যাটিংয়ে। ১০৭ বল খেলে আউট হয়েছেন তিনি মাত্র ১৮ রান করে। তিন নম্বরে নামা তাসামুল ইসলামও দিয়েছেন ধৈর্যের পরীক্ষা। দিন শেষে ৮৫ বলে তার সংগ্রহ ১০ রান। দ্বিতীয় দিনের খেলা তার সঙ্গে শুরু করবেন ৮ রানে অপরাজিত থাকা ইয়াসির আলী।

বৃষ্টির বাগড়াতেও রাজশাহী-চট্টগ্রাম ম্যাচের তবু ৪৩ ওভার খেলা হয়েছে, দ্বিতীয় স্তরের ঢাকা মেট্রো-সিলেট বিভাগের অন্য ম্যাচে টসই হয়নি বৃষ্টির কারণে।

সংক্ষিপ্ত স্কোর:

(প্রথম দিন শেষে)

রাজশাহী বিভাগ-চট্টগ্রাম বিভাগ

রাজশাহী: প্রথম ইনিংসে ৪৩ ওভারে ৬৭/২ (মাহবুবুল ২২, ইমরুল ১৮, তাসামুল ১০*, ইয়াসির ৮*; সানজামুল ১/৪, সাকলাইন ১/৭)।