মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করলেন সাকিব

ত্রাণ দিচ্ছেন সাকিবসোমবার মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর ডি.এন.পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ক্রিকেট খেলতে নয়, তিনি এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ত্রাণ বিতরণ করতে। ক্রিকেটের এই তারকাকে এক নজর দেখতে বিভিন্ন স্থান থেকে হাজার ভক্ত সেখানে আসে।



মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়ের নির্বাচনী এলাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ত্রাণ বিতরণ করতে এসে সাংবাদিকদের সাকিব বলেন, তার এখানে আসা সামাজিক দায়বদ্ধতা থেকে। যাদের এই সুযোগ আছে সবাইকে এগিয়ে আসা উচিত। এছাড়া তিনি রোহিঙ্গা ইস্যু নিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে এক উঁচু স্থানে নিয়ে গেছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে মানবতার খাতিরে সবাইকে এগিয়ে আসা উচিত।’
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয় ও সাকিবের সঙ্গে ছিলেন ক্রিকেট গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আবদুল বাতেন ও প্রধান কিউরেটর গামিনি সিলভা প্রমুখ।