ড্র করেও শীর্ষে খুলনা

ম্যাচসেরার পুরস্কার হাতে খুলনার জিয়াউর রহমানপঞ্চম রাউন্ডে প্রভাব বিস্তার করে খেলেও জয় পায়নি খুলনা। বরিশালের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ফলোঅন করেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে পয়েন্ট ভাগাভাগি করেছে অবনমনের শঙ্কায় থাকা বরিশাল। ফজলে রাব্বির সেঞ্চুরি, রাফসান আল মাহমুদের ৮৫ ও সোহাগ গাজীর অপরাজিত ৬৫ রানই রুখে দিয়েছে খুলনার জয়। যদিও ড্র করেও প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে রবিউল ইসলাম রবির ১১৪ ও জিয়াউর রহমানের অপরাজিত ১৫২ রানের ওপর ভর করে ৮ উইকেটে স্কোরবোর্ডে ৫১১ রান তুলে ইনিংস ঘোষণা করে।

জবাবে বরিশালের প্রথম ইনিংস ২৯৬ রানে থেমে গেলে ফলোঅনে পড়ে তারা।  সোহাগ গাজী ৬৫, নুরুজ্জামান ৬১ ও সালমান হোসেনের ৫৩ রানও ফলোঅন এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

খুলনার আব্দুর রাজ্জাক ও নাহিদুল ইসলাম দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও রবিউল ইসলাম।

ফলোঅনে পরেই ‘আসল’ ব্যাটিং দেখিয়েছে বরিশালের ব্যাটসম্যানরা। ফজলে রাব্বির সেঞ্চুরি (১০৭), রাফসানের ৮৫ ও সোহাগ গাজীর অপরাজিত ৬৮ রানে ভর করে ১১০ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে দ্বিতীয় ইনিংসে। ততক্ষণে ম্যাচের সময় অবশ্য শেষ। ফলে ড্রতে শেষ হয় বরিশাল-খুলনার ম্যাচটি। ম্যাচসেরা হয়েছেন খুলনার অলরাউন্ডার জিয়াউর রহমান।

খুলনা জয় না পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে। পঞ্চম রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি শিরোপার দৌড়েও এগিয়ে রয়েছে তারা।