‘এ’ দলের প্রথম ওয়ানডে পরিত্যক্ত

DSC_3997কক্সবাজারের বৃষ্টিতে ভেস্তে গেলো বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’ দলের প্রথম ওয়ানডে ম্যাচ। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হয়েছিল পাঁচ ম্যাচের এ সিরিজ।

বাংলাদেশের ইনিংসের মাঝামাঝি সময়ে নামে বৃষ্টি। বাংলাদেশ নেমেছিল ২৩০ রানের টার্গেটে। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২২৯ রানে অলআউট হয় আইরিশরা।

শুভাশীষ রায় ও আবু হায়দার বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন। মাত্র ১৪ রানে সফরকারীদের ৪ উইকেট তুলে নেন তারা। তবে শন টেরি ও লোরকান টাকার পঞ্চম উইকেটে ৮৩ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। শেষ পর্যন্ত ২৭ রানে টাকারকে ফেরান সানজামুল। তানভির হায়দার ৬৫ রানে আউট করেন টেরিকে। গেটকাটে ২৭ রানে দ্বিতীয় শিকার হন তানভিরের।

শেষদিকে অ্যান্ডি ম্যাকব্রাইনের ৩৭ ও ব্যারি ম্যাককার্থির ৩৯ রান আয়ারল্যান্ডকে এনে দেয় দুইশ’র উপর স্কোর।

আবু হায়দার, আবুল হাসান, শুভাশীষ ও তানভির দুটি করে উইকেট পেয়েছেন।

জবাবে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। সাদমান ইসলাম ১৬ রানে আউট হলে দ্রুত আরও দুই ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। ৫৯ রানে তিন উইকেট নেই। ১৪ ওভারে যখন বৃষ্টি নামে তখন ৩ উইকেটে বাংলাদেশের স্কোর ছিল ৭৫ রান। জাকির হাসান ৩৫ ও তানভির ১০ রানে অপরাজিত ছিলেন।

কক্সবাজারের একই ভেন্যুতে ১৯ অক্টোবর হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।