জনসনের চোখে স্টোকসকে ছাড়াও ইংল্যান্ড ভয়ঙ্কর

স্টোকসের সঙ্গে জনসনইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস এখন বিতর্কিত কারণে আলোচনায়। রাস্তায় মারামারি করে দল থেকে নির্বাসিত তিনি। তাকে ছাড়াই অ্যাশেজের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। তবে স্টোকস না থাকায় ইংল্যান্ডের শক্তির জায়গা কিছুটা দুর্বল হয়ে পড়েছে, এমন কিছু না ভাবতে অস্ট্রেলিয়াকে সতর্ক করেছেন মিচেল জনসন।

২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে ইংল্যান্ডকে ৫-০ তে হোয়াইটওয়াশ করতে অগ্নিঝরা বোলিং করেছিলেন জনসন। নিজের অভিজ্ঞতা থেকেই সফরকারীদের খাটো করে না দেখতে স্টিভেন স্মিথদের পরামর্শ দিলেন তিনি।

শক্তিশালী বোলিং লাইনআপ নিয়ে অস্ট্রেলিয়া আগামী নভেম্বরের সিরিজে এগিয়ে থাকবে বিশ্বাস জনসনের। তবে সাবেক এই বাঁহাতি পেসার কোনও ধরনের আত্মতুষ্টিতে না ভোগার ব্যাপারে সতর্ক করেছেন, “আমি মনে করি না লোকজন কী ভেবে বলছে যে ‘স্টোকস নেই, ইংল্যান্ডও নেই’। আপনি যদি অস্ট্রেলিয়ার হন, তাহলে ভাবা উচিত নয় যে স্টোকস নেই বলে জিততে পারবে না ইংল্যান্ড। এটা আপনার জন্য নিজের পায়ে কুড়াল মারার মতো হবে।’

দুই দলই ভালো পারফরম্যান্স করায় সিরিজে সমানতালে লড়াই হবে মনে করেন জনসন। তবে ৩৫ বছর বয়সীর বিশ্বাস অস্ট্রেলিয়া জিতবে সিরিজ, ‘আমি আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া সিরিজ জিতবে। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে দুই দলই সমান খেলছে। উইকেট একটু বাউন্সি ও দ্রুতগতির। তাই প্রতিপক্ষের নতুন খেলোয়াড়দের জন্য হয়তো বুঝতে কষ্ট হবে, আর অস্ট্রেলিয়ান বোলিং আক্রমণও শক্তিশালী।’ ক্রিকইনফো