ক্রিকেটের সব পর্যায়ে ফিক্সিংয়ের অস্তিত্ব আছে: ওয়াকার

ওয়াকারপাকিস্তানের ক্রিকেটকে কলঙ্কিত করেছে স্পট ফিক্সিং। সর্বশেষ পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খালিদ লতিফ, শারজিল খান ও শাহজাইব হোসেনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। লতিফ ও শারজিল তো আজীবনের জন্য নিষিদ্ধ হলেন। তবে শুধু ঘরোয়া ক্রিকেটে নয়, সব ধরনের ক্রিকেটে এর অস্তিত্ব আছে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। তার মতে, এর শেষ দেখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

২০১৮ সালের পিএসএলের তৃতীয় আসর শুরু হবে ফেব্রুয়ারিতে। গতবারের মতো এবার আর কলঙ্কের কোনও ঘটনা ঘটবে না বিশ্বাস ওয়াকারের। কারণ দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করছে ম্যাচ ফিক্সিং। ইসলামাবাদ ইউনাইটেডের বোলিং কোচ বলেছেন, ‘ফিক্সিংয়ের শেকড় অনেক গভীরে। এখনও ক্রিকেটের সব পর্যায়ে এটার অস্তিত্ব আছে। এই কলঙ্ক দূর করতে আমাদের যৌথ ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

পরের পিএসএলে যেন তরুণ ক্রিকেটাররা ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে না পড়ে সেটা সতর্কতার সঙ্গে খেয়াল রাখবেন ওয়াকার। তিনি বলেছেন, ‘আমার প্রধান কাজ হবে মাঠে ও মাঠের বাইরের খেলোয়াড়দের সঠিকভাবে তত্ত্বাবধান করা এবং এ ধরনের খারাপ কাজের সঙ্গে জড়িয়ে যেন ক্যারিয়ার থেকে ছিটকে না পড়ে সেটা বলব তাদের।’ জি নিউজ