সিলেটের বিপক্ষে জয়ে ফেরার আশা মাহমুদউল্লাহর

23584427_1981794378730137_1076822693_nপ্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে শুরু হয়েছিল খুলনা টাইটানসের বিপিএল মিশন। এরপর টানা দুটি জয়ের পর মঙ্গলবার আবার সাকিব আল হাসানের দলের কাছে হারলো তারা। শুরু থেকে ঢাকাকে কোণঠাসা করে রাখলেও কিয়েরন পোলার্ড ও জহুরুল ইসলামের ব্যাটিংয়ের কাছে পরাস্ত হয় খুলনা। জয়ের খুব কাছে গিয়েও হারে হতাশ অধিনায়ক মাহমুদউল্লাহ। অবশ্য ভেঙে পড়তে চান না তিনি। বুধবার দুপুরের ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে জয় দিয়ে আবার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে প্রত্যয়ী এই অলরাউন্ডার।

বিপিএলে প্রথম দেখায় ঢাকার কাছে হারের পর সিলেটের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল খুলনা। নাসির হোসেনের দলের বিপক্ষে আরেকটি জয় তুলে নিতে চান মাহমুদউল্লাহ, ‘মাত্র চারটি ম্যাচ শেষ হয়েছে। এই হারে আমাদের সবকিছু শেষ হয়ে যায়নি। আশা করি পরের ম্যাচেই আবার জয়ের ধারায় ফিরতে পারবো।’

ঢাকার বিপক্ষে শেষ ওভার পর্যন্ত উত্তেজনা ধরে রেখেছিল খুলনা। কিন্তু জহুরুল এক বল বাকি থাকতে বাউন্ডারি মেরে চ্যাম্পিয়নদের জেতান। জয়ের সুবাস পেতে থাকা ম্যাচ হাতছাড়া হওয়ার পর মাহমুদউল্লাহ আফসোসে পুড়ছেন, ‘ম্যাচটি জেতা উচিত ছিল। রান কিছুটা কম হলেও ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। হয়তো কিছু ভুল ছিল, ভুলগুলো নিয়ে কাজ করতে হবে। ঢাকা শক্তিশালী দল। তাদের বিপক্ষে ম্যাচটি জিতলে আমাদের আত্মবিশ্বাস বাড়তো।’

পোলার্ডের ২৪ বলের ৫৫ রানেই ম্যাচে ফেরে ঢাকা। যদিও তাকে ফেরানোর পর পরই দ্রুত ম্যাচটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল খুলনা। কিন্তু শেষ রক্ষা হয়নি মাহমুদউল্লাহর দলের। ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ব্যাটিংয়ে ঢাকার মোড় ঘুরে গেছে স্বীকার করলেন খুলনা অধিনায়ক, ‘পোলার্ডের বিস্ফোরক ব্যাটিং ম্যাচ থেকে আমাদের ছিটকে দিয়েছিল। যদিও তাকে ফিরিয়ে আমরা ম্যাচে ফিরেছিলাম। কিন্তু মোসাদ্দেক ও জহুরুল ভালো প্রতিরোধ গড়েছে।’